ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে বৈচিত্রের জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে বৈচিত্রের জয়

স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসের (এসএজি) ২২তম আসরে সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ তারকাদের বিজয় চলে এসেছে আলোচনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের শ্রাইন মিলনায়তনে এসএজি’র ২২তম আসর বসেছিলো শনিবার (৩০ জানুয়ারি)।

২০১৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশনে সেরা অভিনয়শিল্পীদের পুরস্কার দেওয়া হলো এখানে।

গতবারের মতো ৮৮তম অস্কারেও মনোনীত অভিনয়শিল্পীদের ২০ জনই শ্বেতাঙ্গ হওয়ায় বৈচিত্রের অভাব নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। পরিচালক স্পাইক লি, তারকা দম্পতি উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। এ কারণে আগামীতে অস্কারে নারী ও সংখ্যালঘু সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএজি অ্যাওয়ার্ডের সামনের সারির বড় তিনটি পুরস্কার জিতেছেন শ্বেতাঙ্গরা। লিওনার্ডো ডিক্যাপ্রিও সেরা অভিনেতা, ব্রি লারসন সেরা অভিনেত্রী ও সেরা সম্মিলিত অভিনয়ের পুরস্কারজয়ী ‘স্পটলাইট’ তারকারা। তবুও এ আসরে বিভিন্ন বিভাগে কৃষ্ণাঙ্গদের বিজয়ে দেখা হচ্ছে আলাদা মাহাত্ম্য। ভ্যারাইটি পত্রিকা বলছে- এ হলো বৈচিত্রের জয়।

কৃষ্ণাঙ্গদের মধ্যে ব্রিটিশ তারকা ইড্রিস অ্যালবা এবার একাই জিতেছেন দুটি পুরস্কার। ‘বিস্টস অব নো নেশন’ ছবিতে আফ্রিকান সেনাপতি চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং ‘লুথার’-এ গোয়েন্দার ভূমিকায় দুর্দান্ত কাজ করার সুবাদে টিভি মুভির সেরা অভিনেতা হয়েছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে অ্যালবা রসিকতার সুরে বলেন, ‘ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, বিচিত্র টিভিতে স্বাগতম!’ এর আগে পার্শ্ব অভিনেতার পুরস্কার গ্রহণের পর তিনি বলেছেন, “সত্যিকারের মানুষ ও তাদের জীবনযাপন নিয়ে বানানো হয়েছে ‘বিস্টস অব নো নেশন’। এর জন্য পুরস্কার পাওয়াটা বিশেষ ব্যাপার। ”

টেলিভিশনে কমেডি সিরিজে টানা দ্বিতীয়বারের মতো সেরা সম্মিলিত অভিনয়ের পুরস্কার পেয়েছে নারী কয়েদিদের নিয়ে বানানো ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’। এ সিরিজের সুবাদে গতবারের মতো এবারও কমেডিতে সেরা অভিনেত্রী হয়েছেন উজো আদুবা। ‘বেসি’ মিনি সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কুইন লতিফা। এতে তাকে দেখা গেছে গায়িকা বেসি স্মিথ চরিত্রে। ড্রামা সিরিজে ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’-এ কাজের সুবাদে এবারও সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে ভিওলা ডেভিসের ঘরে। এ তিন অভিনেত্রীই কৃষ্ণাঙ্গ।

শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীতে সমৃদ্ধ ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ সিরিজটি বৈচিত্রের জন্য প্রশংসিত হয়েছে। সম্মিলিত অভিনয়ের পুরস্কার হাতে নিয়ে এর অভিনেত্রী লরা প্রিপন সহশিল্পীদের কথা উল্লেখ করে বলেন, ‘মঞ্চে তাকান, একেই বলে বৈচিত্র! এখানে সেটাই আছে, বৈচিত্রের বিষয়ে যা নিয়ে আমরা কথা বলি। জাতি, ধর্ম, বর্ণ- কোনো বৈষম্য নেই। ’

এদিকে ড্রামা সিরিজে এবারও সেরা সম্মিলিত অভিনয়ের পুরস্কার জিতেছে ‘ডাউনটন অ্যাবে’। ‘হাউস অব কার্ডস’-এর জন্য টানা দ্বিতীয়বারের মতো ড্রামা সিরিজে সেরা অভিনেতা হয়েছেন কেভিন স্পেসি। আর কমেডি সিরিজে ‘ট্রান্সপারেন্ট’-এর জন্য সেরা অভিনেতা হলেন জেফ্রি ট্যাম্বর।

বাংলাদেশ সময় : ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।