ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুভ-তিশার ‘অস্তিত্ব’র গানের অ্যালবাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
শুভ-তিশার ‘অস্তিত্ব’র গানের অ্যালবাম নুসরাত ইমরোজ তিশা ও আরিফিন শুভ/ছবি : নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইউটিউবে ‘আয়না বলনা’ গানের ভিডিও পৌনে তিন লাখেরও বেশি হিট, ‘আমি বাংলার হিরো’ প্রায় ৪০ হাজার বার হিট- এ দুটিসহ অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবির সব গান নিয়ে প্রকাশিত হলো অডিও অ্যালবাম।  

রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় মোড়ক খোলা হয়।

এখানে ছিলেন ছবিটির নায়ক-নায়িকা আরিফিন শুভ ও তিশা। এ ছাড়াও ছিলেন গীতিকার কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী দম্পতি, সংগীতশিল্পী ইবরার টিপু, লেমিস প্রমুখ।

‘আয়না বলনা’ গানটি গেয়েছেন নন্দিতা ও তাহসিন, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আর ‘আমি বাংলার হিরো’ গানটির সুর ও সংগীতায়োজনে প্রীতম হাসান। তার সঙ্গে মিলে এটি গেয়েছেন লেমিস। গান দুটির কথা লিখেছেন জাহিদ আকবর, মেহেদি হাসান লিমন ও আরজিন কামাল। ‍নৃত্য পরিচালনায় আরিফ রোহান।

‘অস্তিত্ব’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। এতে আরও অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ।

* ‘আয়না বলনা’ গানের ভিডিও :


* ‘আমি বাংলার হিরো’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।