ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাশরাফি, সৌম্য, জাহানারা ও সালমাকে নিয়ে ‘আমরাই পারি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মাশরাফি, সৌম্য, জাহানারা ও সালমাকে নিয়ে ‘আমরাই পারি’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা, বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার জাহানারা আলম ও সালমা অংশ নিলেন একই অনুষ্ঠানে। বিবিসি প্রযোজিত ‘আমরাই পারি’র শেষ পর্বে দেখা যাবে এই চার ক্রিকেট তারকাকে।



অনুষ্ঠানে ক্রিকেটাররা গিয়েছিলেন সাতক্ষীরা জেলার এমন একটি অঞ্চলে যেখানকার অধিবাসীদের বছরের প্রায় ৯ মাসই পানিবন্দি থাকতে হয়। জাতীয় দলের প্রশিক্ষণের মধ্য থেকে কিছুটা সময় বের করে তারা কাজ করেছেন তালা উপজেলার একটি গ্রামের মানুষদের সঙ্গে।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় এটিএন বাংলার পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি। বিশেষ এই পর্বের নেপথ্যের গল্প পাওয়া যাবে ‘আমরাই পারি’র ফেসবুক পেজে।

বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের দুর্যোগ কবলিত মানুষের এক হয়ে ঘুড়ে দাঁড়ানোর শক্তিকে তুলে ধরে।

বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।