ঢাকা, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭ শাবান ১৪৪৬

বিনোদন

পিয়া বিপাশার ‘অ্যানিভার্সারি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
পিয়া বিপাশার ‘অ্যানিভার্সারি’ পিয়া বিপাশা

কীসের অ্যানিভার্সারি? বিয়ের! পিয়া বিপাশার! তবে বাস্তবে নয়, নাটকে। ‘অ্যানিভার্সারি’ নামের এই স্বল্পদৈর্ঘ্য নাটকে দেখা গেলো এক দম্পতির ভালবাসার গল্প।



বিয়ের তিন বছর পরও যে একে অপরকে নতুন করে ভালোবাসা যায়, সুন্দর আয়োজনের মধ্য দিয়ে সেটাই করে দেখায় এই দম্পতি। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা ও মনোজ কুমার।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা প্রকাশের ১০টি ছোটগল্প থেকে তৈরি হচ্ছে দশটি মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ধাঁচের স্বল্পদৈর্ঘ্য নাটক। এ প্রকল্পকে বলা হচ্ছে ‘লাভ এক্সপ্রেস’।

ইতিমধ্যে তৈরি হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য নাটক। ৭ ফেব্রুয়ারি এসেছে সপ্তম নাটক ‘অ্যানিভার্সারি’। আগেরগুলো হলো ‘শোনো’, ‘চিরকুট’, ‘আংটি’, ‘মনপক্ষী’, ‘পিছুটান’, ‘অ্যারেঞ্জড ম্যারেজ’। এগুলোতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

এসব নাটক দেখা যাচ্ছে প্রাণ ফ্রুটোর ইউটিউব চ্যানেল ও পপকর্নলাইভ.টিভিতে। নাটকগুলো পরিচালনা করেছেন আতিক জামান, চিত্রগ্রহণ করেছেন আদিত্য মুনির এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি।

বাংলাদেশ সময় : ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।