ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসিফের ভিডিওতে সৈয়দ আব্দুল হাদীর অভিনয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আসিফের ভিডিওতে সৈয়দ আব্দুল হাদীর অভিনয়

দেশবরেণ্য সৈয়দ আব্দুল হাদী এবার অভিনয় করবেন। জনপ্রিয় গায়ক আসিফের ‘একদিন বৃদ্ধ হবো’ গানের মিউজিক ভিডিওতে মডেল হতে সম্মতি জানিয়েছেন তিনি।

ফলে প্রথমবারের মতো দুই প্রজন্মের এ দুই শিল্পীকে দেখা যাবে একই ভিডিওতে।

সৈয়দ আব্দুল হাদীকে কীভাবে প্রস্তাব দেবেন তা নিয়ে ইতস্তত বোধ করছিলেন আসিফ। তাহলে তাকে রাজি করালেন কীভাবে? আসিফ বললেন, ‘কয়েকদিন আগে কুমার বিশ্বজিত দার অ্যালবাম প্রকাশনা উৎসবে হাদী ভাইয়ের সঙ্গে দেখা। একটু ইতস্তত হয়ে বলেই ফেললাম আপনাকে আমার ‘একদিন বৃদ্ধ হবো’ গানটাতে অভিনয় করতে হবেই। আমাদের পারস্পরিক ভালোবাসা অত্যন্ত গভীর। তাই তিনি হেসে রাজি হয়ে গেলেন। ’

সৈয়দ আব্দুল হাদীকে নেওয়া প্রসঙ্গে আসিফ জানান, এই গানে একজন শিল্পীর বর্ণময় জীবন ও করুণ সমাপ্তি তুলে ধরা হয়েছে। দারিদ্র্য না থাকলেও একাকীত্ব, অবহেলা আর পুরনো স্মৃতি রোমন্থন করে বেঁচে থাকার কষ্ট সব শিল্পীকেও পেতে হয়। এমন একজন শিল্পীর চরিত্রে হাদীকেই বেশি মানাবে বলে মনে হয়েছে তার।  

আগামী কয়েকদিনের মধ্যে এর দৃশ্যধারণ হবে। নির্দেশনা দেবেন ইয়ামিন ইলান। গানটির কথা লিখেছেন রাজীব আহমেদ, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল, কি-বোর্ড বাজিয়েছেন মানাম আহমেদ।

বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।