ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জস স্টোনের মোবাইল ফোনে ঢাকার গানপাগলরা!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জস স্টোনের মোবাইল ফোনে ঢাকার গানপাগলরা! জস স্টোন/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মঞ্চ ছেড়ে চলে গেছেন গ্র্যামীজয়ী ব্রিটিশ সংগীতশিল্পী জস স্টোন। এটা কেমন কথা! একটু বলে যাবেন না? তাই রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে অবিরাম সোরগোল চলতে থাকলো।

সুরের পাখি আবার ফিরবেন কি-না তা অনিশ্চিত। তবুও হাততালি থামছে না।  

শেষমেষ আবার যন্ত্রশিল্পী ও সহ-কণ্ঠশিল্পীদের নিয়ে এলেন জস।  ততোক্ষণে ১৪টি গান গেয়ে ফেলেছেন তিনি। এটাই সম্ভবত শেষ গান। যন্ত্রশিল্পীরা সুর তুললেন। হঠাৎ মঞ্চের পাশে গিয়ে নিজের মোবাইল নিয়ে এলেন জস। তারপর মঞ্চে মাঝামাঝি জড়ো হয়ে থাকা মিলনায়তনের অর্ধেক দর্শক-শ্রোতার কয়েকটি ছবি তুললেন তিনি। সবার মুখে তখন হর্ষধ্বনি।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) লাইভস্কয়ার আয়োজিত ‘পপরিপাবলিক’ শীর্ষক কনসার্টে সৌল, রেগে, রিদমঅ্যান্ডব্লুজ, ব্লুজ, জ্যাজ ও ফাঙ্ক ঘরানার গান গেয়েছেন বিশ্বসংগীতের সেনসেশন জস। তার মোহময় সুরের ভুবনে মেতে উঠলো শহর।  সংগীত পরিবেশনের ফাঁকে ফাঁকে দর্শকদের আপন করে নিয়েছেন তিনি।  তার সুরের মূর্ছনা, ঝঙ্কার আর জাদুতে বন্দি হয়ে গিয়েছিলো শত শত দর্শক-শ্রোতা।

বিশাল মঞ্চে গেয়ে জস সুরের জাদুতে মোহাবিষ্ট করে রেখেছিলেন সংগীতপিপাসুদের। তিনি একেকটি গান পরিবেশন করেন আর উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠেছিলেন সবাই।  

জস স্টোনের মিষ্টি গলায় আর সুরেলা পরিবেশনায় সৌল গান হয়ে ওঠে কেক! এসবের বাইরে রেগে ঘরানা নিয়েও কাজ করেছেন জস স্টোন। গত বছর প্রকাশিত হয় তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘ওয়াটার ফর ইউর সৌল’-এর গানগুলোতে রেগে প্রভাব ছিলো লক্ষণীয়। সেই সঙ্গে পাওয়া গেছে আইরিশ ফ্লামেঙ্কো, ব্রাজিলিয়ান ছন্দ ও তবলার নির্যাস! 

ঢাকায় এ অ্যালবামের গানই বেশি গেয়েছেন জস। বিদায়ের আগে দু’হাত ছড়িয়ে বিজয় চিহ্ন দেখালেন, মাথা নোয়ালেন।  সুরের সাতসাগর ঢেলে ঢাকা জয় করার আনন্দই ধরা পড়লো তার এই অভিব্যক্তিতে।  

বাংলানিউজের ক্যামেরায় ঢাকায় জস স্টোনের সংগীত পরিবেশনার মুহূর্ত : 


* বসুন্ধরায় জস স্টোনের মুখে ‘চা’!
* ছুঁয়ে দিলেন মন জস স্টোন

বাংলাদেশ সময় : ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।