ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশে ‘লন্ডন হ্যাজ ফলেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশে ‘লন্ডন হ্যাজ ফলেন’

২০১৩ সালের আলোচিত ছবি ‘অলিম্পাস হ্যাজ ফলেন’-এর সিক্যুয়েল অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবি ‘লন্ডন হ্যাজ ফলেন’ যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ মার্চ। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি।

ওইদিন থেকে এটি চলবে রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে।

আগের ছবির কলাকুশলীরা এবারও আছেন। তবে এবারের পর্বের প্রেক্ষাপট আলাদা। চিত্রনাট্যকার ক্যাট্রিন বেনেডিক্ট ও ক্রেইটন রথেনবার্জার এবারও লিখেছেন গল্প। তবে পরিচালক বদলে গেছে। আগেরটির পরিচালক অ্যান্টয়েন ফুকার পরিবর্তে পরিচালকের আসনে বসেছেন সুইডিশ নির্মাতা ব্যবাক নাজাফি।

ছবির কাহিনি গড়ে উঠেছে সিক্রেট সার্ভিস এজেন্ট মাইক ব্যানিংকে ঘিরে, এ চরিত্রে অভিনয় করেছেন জেরার্ড বাটলার। গল্পে দেখা যাবে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন পশ্চিমা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের শীর্ষনেতারা। এই অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা হবে, এমন তথ্য পেয়েছেন ব্যানিং। এই হামলা প্রতিরোধ করতে তৎপর হয়ে ওঠেন তিনি। চরম উদ্বেগ-উৎকণ্ঠা আর শ্বাসরূদ্ধকর অভিযানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বেঞ্জামিন আশারের সহায়তায় সফল হন ব্যানিং। মার্কিন প্রেসিডেন্টের ভূমিকায় আছেন অ্যারন এখার্ট। আর ভাইস প্রেসিডেন্ট চরিত্রে কাজ করেছেন মরগান ফ্রিম্যান।

গত নভেম্বরে ট্রেলার প্রকাশের পর থেকে দর্শক-সমালোচকদের আলোচনায় জায়গা করে নেয় ‘লন্ডন হ্যাজ ফলেন’। সাড়ে ১০ কোটি মার্কিন ডলার বাজেটের এ ছবি বক্স অফিস সাফল্যের দিক থেকে আগের ছবিকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তিন বছর আগে মুক্তি পাওয়া ৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ আয় করেছিল ১৬ কোটি ১০ লাখ ডলার।

* ‘লন্ডন হ্যাজ ফলেন’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।