ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাকিস্তানের কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
পাকিস্তানের কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা আমজাদ সাবরি

পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২২ জুন) বিকেলে করাচির লিয়াকতবাদ এলাকায় দু’জন আততায়ী ৪৫ বছর বয়সী এই গায়কের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

 

দুর্বৃত্তকারীদের একটি গুলি সাবরির মাথায় লাগলে তিনি মারাত্মকভাবে আহত হন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

পুলিশের ধারণা, পরিকল্পনা করেই আমজাদ সাবরিকে হত্যা করা হয়েছে। কিন্তু হামলাকারীদের উদ্দেশ্য এখনও অজানা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক প্রকাশ করছেন ভক্ত ও অনুরাগীরা।  

পুলিশের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেন, 'দুই অজ্ঞাতনামা আরোহী আমজাদ সাবরির গাড়িতে পাঁচটি গুলি চালিয়েছে। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে। তখনই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আমরা ওই এলাকা ঘেরাও করে রেখেছি। অপরাধীদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। '

পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে আমজাদ সাবরি ছিলেন অন্যতম। দেশটির সুফি গানের শীর্ষস্থানীয় শিল্পী ভাবা হতো তাকে। তিনি ছিলেন প্রয়াত গুলাম ফরিদ সাবরির পুত্র এবং মকবুল স‍াবরির ভাতিজা।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুন ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।