ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সহসা বাবা হবেন না জন অ্যাব্রাহাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
সহসা বাবা হবেন না জন অ্যাব্রাহাম জন অ্যাব্রাহাম

বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম তার অ্যাকশনধর্মী ছবি ‘ঢিশুম’ মুক্তির দিন গুনছেন। তবে পরিবার বাড়ানোর দিন গোনার ইচ্ছা আপাতত নেই তার।

এখন পেশাগত দিকেই মনোযোগী থাকতে চান তিনি। সুষ্ঠুভাবে সব কাজ সম্পন্ন করাই তার মূল লক্ষ্য।

২০১৪ সালে প্রিয়া রানচালকে বিয়ে করেন জন। তিনি জানান, সন্তান নেওয়ার কথা বেশ কয়েকবার তাদের ভাবনায় এলেও তারা তা এড়িয়ে গেছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতা এক বিবৃতিতে বলেন, ‘আমরা এ বিষয়ে ভেবেছিলাম। কিন্তু এখন আমার কর্মক্ষেত্রে কাজের প্রতি মনোযোগ ধরে রাখতে চাই। নর্থইস্ট ইউনাইটেড এফসি আমার একটা ফুটবল দল আছে। এ ছাড়া আমার প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে। অভিনেতা হিসেবেও কাজ করি। এ বিষয়গুলোই আপাতত মাথায় রাখতে চাই। এখন আমার জীবনে অনেক কিছুই ঘটছে। এ কারণে অনেক সময়ও দিতে হচ্ছে। ’

‘ফোর্স’ ও ‘ধুম’ তারকা জন জোর দিয়ে আরও বলেন, ‘একবার সবকিছু নিয়মের মধ্যে চলে এলে সবকিছুতেই নজর দেওয়া যায়। এখন আমার সব কাজকে ছকে ফেলে সুষ্ঠুভাবে করতে চাই। ’

ছোট পর্দায় ‘দ্য তারা শর্মা শো’ অনুষ্ঠানের চতুর্থ আসরের একটি পর্বে অংশ নিয়ে দাম্পত্য জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জন। তিনি মনে করেন, সন্তান মানেই বিশাল দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। সন্তানকে লালন-পালন করতে হলে আগে থেকে প্রস্তুতি দরকার বলেও মন্তব্য তার।

জনের ভাষ্য, ‘খুব বেশি পরিকল্পনা করা যায় না। কিন্তু মা-বাবা হতে গেলে প্রস্তুতি থাকতে হয় ব্যাপক। তা না হলে সন্তান নেওয়া ঠিক নয়। অভিভাবকত্বের আনন্দ এবং প্রচুর ভালোবাসা ও যত্ন দিতে হবে এমন কাউকে চাইলে তবেই সন্তান নেওয়ার কথা ভাবা যায়। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।