ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নুরুল হক থেকে অঞ্চল চৌধুরী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
নুরুল হক থেকে অঞ্চল চৌধুরী! ‘নুরুল হকের ভাষা চর্চা’ নাটকের দৃশ্য

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি নুরুল হকের নেশা। জনপ্রিয় অভিনেতাদেরকে হুবহু নকল করে দেখাতে পারেন তিনি।

এই প্রতিভা কাজে লাগাতে এক পরিচালক তাকে ডেকে আনেন। তার সবই পছন্দ হয়, শুধু উচ্চারণেই ঝামেলা।  

নুরুল হক কথা বললেই আঞ্চলিকতার টান চলে আসে। এ কারণে ১৫-১৭বার এনজি শট হওয়ার পর তার দাঁতে ব্যথা দেখিয়ে পরিচালক কোনোরকম দৃশ্যটির কাজ শেষ করেন।  

এদিকে নুরুল হকের সঙ্গে একটি মেয়ের সখ্য গড়ে ওঠে। মেয়েটি তাকে শুদ্ধ উচ্চারণ শেখার অনুপ্রেরণা জোগায়। সে শিখতে শুরু করে। জীবনের এই ঘটনা একটি টিভি অনুষ্ঠানে বলেন নুরুল হক। তিনি এখন শুদ্ধ ভাষায় কথা বলেন। কিন্তু সবাই তাকে এখন আঞ্চলিক ভাষার নাটকেই নিতে চান। এ কারণে তার নামই হয়ে গেছে অঞ্চল চৌধুরী।  

এই অঞ্চল তথা নুরুল হক চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। ‘নুরুল হকের ভাষা চর্চা’ নামের সাত পর্বের ধারাবাহিক নাটকের নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এ ছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, তাসনুভা তিশা, ড. ইনামুল হক প্রমুখ। ঈদে এটি প্রচার হবে একুশে টিভির পর্দায়।

‘নুরুল হকের ভাষা চর্চা’ লিখেছেন ও পরিচালনা করেছেন ইমেল হক। তিনি বাংলানিউজকে জানান, ‘‘প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি অভিনীত ‘বিশ্বপ্রেমিক’ ছবির ‘এই তো প্রথম একটি মেয়ে’ গানটির তালে নাচতে দেখা যাবে সাজু খাদেমকে। এটাই এ নাটকের বিশেষ আকর্ষণ। ’’

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জেএমএস/এসও/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।