ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলোর কারিগর ঠাণ্ডু রায়হান হাসপাতালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আলোর কারিগর ঠাণ্ডু রায়হান হাসপাতালে ঠাণ্ডু রায়হান

মঞ্চ নাটকের পরিচিত নাম ঠাণ্ডু রায়হান। সবার প্রিয় এই আলোক নির্দেশক এখন হাসপাতালে।

সোমবার (২৭ ‍জুন) রাতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়।

অসুস্থ হওয়ার পরপরই রাজধানীর মগবাজারের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঠাণ্ডু রায়হানকে। পারিবারিক সূত্র বলছে, বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো।  

ঠাণ্ডু রায়হান দেশের মঞ্চনাটকের আলোক নির্দেশনায় প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তিন দশক ধরে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে আলোক নির্দেশনার কাজ করছেন। ১৯৮০ সাল থেকে তিনি কাজ করছেন আরণ্যক নাট্যদলের সদস্য হিসেবে৷

উপমহাদেশের প্রখ্যাত আলোক নির্দেশক তাপস সেনের হাত ধরে এ পেশায় যাত্রা শুরু তার। মঞ্চে তিনি প্রথম নির্দেশনার কাজ করেন ১৯৮২ সালে, আরণ্যক নাট্যদলের ‘গিনিপিগ’ নাটকে৷

নিজ দলের নাটক ছাড়াও ঠাণ্ডু কাজ করেছেন দেশের বিভিন্ন নাট্যদলের নাটকে৷ ৩৫০টিরও বেশি নাটকের আলোক নির্দেশক তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।