ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রবি ইয়ন্ডার অ্যাপে তারকাদের গান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
রবি ইয়ন্ডার অ্যাপে তারকাদের গান

ঈদ উপলক্ষে মিউজিক প্ল্যাটফর্ম রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে প্রকাশিত হলো দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের গান। এর মধ্যে রয়েছে এলআরবি, অর্থহীন, বাপ্পা মজুমদার, হাবিব, এলিটা, শুন্য, নেমেসিস, চিরকুট, কনা ও জুয়েল মোর্শেদের গান।

অ্যাপে ব্যান্ডের একক গানের মধ্যে এসেছে এলআরবির ‘চলো যাই’, শুন্যর ‘ঝরিয়ে দাও’, চিরকুটের ‘অন্তরে বাহিরে’ এবং নেমেসিসের ‘কে জানে কে বোঝে?’।  

এদিকে রবি ইয়ন্ডারের মাধ্যমে প্রায় পাঁচ বছর পর নতুন অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’ নিয়ে হাজির হয়েছে অর্থহীন। ব্যান্ডের গায়ক সুমন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময় গানগুলো লিখেছিলেন। সব গানের লিড গিটারিস্ট শিশির। অ্যালবামটির অর্ধেকের বেশি গান মেটাল ধাঁচের।  কণার নতুন অ্যালবাম ‘সেলফি’ও এসেছে।

বাপ্পা মজুমদারের ‘বোকা ঘুড়ি’ এবং জুয়েল মোর্শেদের নতুন অ্যালবাম ‘খাপছাড়া’ও এসেছে। একক গানের মধ্যে রয়েছে এলিটার একক গান ‘খুঁটিনাটি’, হাবিবের ‘মনের ঠিকানা’, ‘তুমিহীনা’ ও ‘তোমার আকাশ’।

গত ২৪ মে চালু হওয়া অ্যাপটি ইতোমধ্যে দেশ-বিদেশের শ্রোতাদের নজর কেড়েছে। আগামী ৭ জুলাই পর্যন্ত রবি’র গ্রাহকদের পাশাপাশি অন্যান্য অপারেটরের মোবাইল ফোন গ্রাহকরাও বিনামূল্যে অ্যাপটি ব্যবহার ও ডাউনলোড করতে পারবেন। তারপর থেকে গানের এই বিশাল সম্ভার উপভোগ করতে গ্রাহকদের সক্রিয় রবি ডাটা প্ল্যান থাকবে হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।