ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গান গাইলেন মম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
গান গাইলেন মম জাকিয়া বারী মম-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাচ ও অভিনয়ের পর নতুন পরিচয়ে হাজির হচ্ছেন জাকিয়া বারী মম। এবার তিনি কণ্ঠশিল্পী।

নাটকের জন্য গান গেয়েছেন এই লাক্স তারকা। ঈদেই ভক্তরা উপভোগ করতে পারবেন মমর গাওয়া গান।

শিহাব শাহীন পরিচালিত ‘রুপকথা এখন আর হয় না’ নাটকে অভিনয় করেছেন মম। এনটিভির জন্য নির্মিত ঈদের এই নাটকটির গল্পের প্রয়োজনে কণ্ঠে গান তুলেছেন মম।

মৌলিক নয়, পুরনো দিনের একটি জনপ্রিয় গান গেয়েছেন মম। ‘একবার যদি কেউ ভালোবাসতো’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন তিনি। আমজাদ হোসেনের লেখা ও আলাউদ্দিন আলীর সুরে গানটি পৃথকভাবে সৈয়দ আব্দুল হাদী ও সামিনা চৌধুরীর কণ্ঠে বেশ জনপ্রিয়। নতুনভাবে এর সংগীতায়োজন করেছেন শান।

শান বাংলানিউজকে বলেন, ‘অভিনেত্রী হিসেবে মম বেশ জনপ্রিয়। কিন্তু গানেও যে তার এতো দখল সেটা জানা ছিলো না। ’

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।