ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যে প্রেম ক্যাম্পাস জীবনের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
যে প্রেম ক্যাম্পাস জীবনের

“পান্ডুলিপি পড়ে আমার খুব ভালো লেগেছে। ক্যাম্পাস জীবনের গল্পটা দারুণভাবে উঠে এসেছে এতে।

এ নাটকে কাজ করতে গিয়ে সাইকেল চালিয়েছি একাধিকবার”- বললেন শখ। ‘ভিন্ন রকম প্রেম’ নামের নাটকটিতে তার সহশিল্পী এফএস নাঈম।

ক্যাম্পাস, বন্ধুত্ব, প্রেম, সম্পর্কের ভুল বোঝাবুঝি এগুলো ঘিরেই নাটকের গল্প। যেখানে খুশির প্রেমে পড়ে জয়। কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে চলে। জয়ের বন্ধুরা নানারকম পরিকল্পনা করলেও কাজ হয় না। বন্ধুদের অদ্ভূত সব পরিকল্পনায় খুশি আরও বিরক্ত হয়। গল্পের প্রয়োজনে অর্থহীন ব্যান্ডের সুমনের (অর্থহীন) ‘তোমার জন্য’ গানটি ব্যবহার করা হয়েছে।

নাটক প্রসঙ্গে নাঈম বলেন, “ক্যাম্পাস জীবনের প্রেমে আবেগের ঢেউ, পাগলামি, আরও কতো কিছু থাকে। সেই ঢেউয়ে ভেসে এগিয়ে চলে প্রেম। এ নাটকে সেই আবেগটাকেই ধরা হয়েছে। ”

‘ভিন্ন রকম প্রেম’ লিখেছেন ও পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। তিনি বলেন, “শুধু নামে নয়, এই নাটকে দর্শক সত্যি সত্যিই ভিন্ন রকম প্রেম খুঁজে পাবে। সবাই খুব পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ”

নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর, রুমি, শেহজাদ ওমর প্রমুখ। মাছরাঙা টেলিভিশনে ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে ‘ভিন্ন রকম প্রেম’।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।