ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রবি রেডিওতে এলআরবির নতুন অ্যালবাম

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
রবি রেডিওতে এলআরবির নতুন অ্যালবাম ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘ চার বছর পর এলো দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির নতুন অ্যালবাম। এবারেরটির নাম ‘রাখে আল্লাহ মারে কে’।

ঈদ উপলক্ষে মোবাইল অপারেটর রবি রেডিওতে প্রকাশিত হলো এটি।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ঢাকার গুলশানে রবি প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটি মুক্তি দেওয়া হয়। এ অ্যালবামের গান শুনতে হলে রবি গ্রাহকদের ডায়াল করতে হবে ৮০৮০৫ নম্বরে। শুধু গান নয়, এগুলোর নির্মাণের গল্পও শোনা যাচ্ছে।

রবি আজিয়াটা লিমিটেডের ভ্যালু অ্যাডেড সার্ভিসেসের জেনারেল ম্যানেজার মাহমুদ হাসান ফয়সাল জানান, ৮০৮০৫ নম্বরে ডায়াল করলে শুধুই এলআরবির গান ও গানের গল্প শোনা যাবে। এলআরবির জন্যই বিশেষভাবে এই নম্বরটি রাখা হয়েছে।

অনুষ্ঠানে আরও ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, কমিউনিকেশন্স অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির।

‘রাখে আল্লাহ মারে কে’ অ্যালবামে গান রয়েছে আটটি। তবে প্রাথমিকভাবে চারটি গান শোনা যাচ্ছে ৮০৮০৫ ডায়াল করে। এগুলো হলো- ‘রাখে আল্লাহ মারে কে’, ‘মন’, ‘নাচো’ ও ‘তোমরা ১১ জন’। শিরোনাম-গানটি লিখেছেন সাজ্জাদ হুসাইন। বাকিগুলো আইয়ুব বাচ্চু ও ইরফানের লেখা। ‘তোমরা ১১ জন’ গানটি বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে।

জানা গেছে, ‘রাখে আল্লাহ মারে কে’ অ্যালবামের বাকি চারটি আসবে কিছুদিন পর। অন্যদিকে মিউজিক প্ল্যাটফর্ম রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে প্রকাশিত হয়েছে এলআরবির নতুন গান ‘চলো যাই’।

এদিকে মাসখানেক আগে এলআরবির লাইনআপে সামান্য পরিবর্তন এসেছে। ড্রামার রোমেল নেই। তার স্থলাভিষিক্ত হয়েছেন শিশির। অন্য চারজন হলেন আইয়ুব বাচ্চু (কণ্ঠ ও লিড গিটার), স্বপন (বেজ গিটার), মাসুদ (সেকেন্ড হ্যান্ড গিটার ও কণ্ঠ) এবং শামীম (ম্যানেজার ও শব্দ প্রকৌশলী)।

এলআরবির আগের অ্যালবাম ‘যুদ্ধ’ বাজারে আসে ২০১২ সালে। এ বছর ব্যান্ডটির ২৫ বছর পূর্তি হয়। তাদের অন্য অ্যালবামগুলো হলো ‘এলআর বি-১’ (১৯৯২), ‘এলআরবি-২’ (১৯৯২), ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘স্বপ্ন’ (১৯৯৬), ‘আমাদের’ (১৯৯৮), ‘বিস্ময়’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০১), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮)।

বাংলাদেশ সময় : ১৫৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।