ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাফর ইকবালের ছেলের সঙ্গে রুমি নোভিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
জাফর ইকবালের ছেলের সঙ্গে রুমি নোভিয়া জাইন জাফর ও রুমি নোভিয়া

‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’ গানটির প্রসঙ্গ এলে চোখের সামনে ভেসে ওঠে চিত্রনায়ক জাফর ইকবাল ও অভিনেত্রী অঞ্জু ঘোষের মুখ। এই দুই তারকার ঠোঁটে জনপ্রিয়তা পেয়েছিলো গানটি।

এবার ওই গানে ঠোঁট মিলিয়েছেন জাফর ইকবালের যোগ্য সন্তান জাইন জাফর।  

‘আবার দুজনে দেখা হলো’ শিরোনামের একটি অনুষ্ঠান তৈরি হয়েছে চলচ্চিত্রের কালজয়ী কিছু গান নিয়ে। সম্প্রতি পুবাইলে বাবার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন জাইন জাফর। তার সঙ্গে নায়িকা হিসেবে ছিলেন অভিনেত্রী রুমি নোভিয়া।

শুক্রবার (১ জুলাই) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে জাইন জাফর বলেন, ‘আমি অভিনয়ের মানুষ নই। তারপরও বাবার গানে পারফর্ম করেছি। ভালো লেগেছে। ’  জাইন কথায় কথায় জানালেন যে, ১০ বছর আগে ‘ফুলকুমার’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছিলেন। এরপর আর কাজ করা হয়নি।

‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’র শুটিং শেষে রুমি বলেন, ‘আমার খুব ভালো লেগেছে এ কারণে যে, কাজটির সুবাদে কিংবদন্তি নায়ক জাফর ইকবালের সন্তান ও স্ত্রীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পেরেছি। প্রয়াত নায়ক সম্পর্কে অনেক কিছু জেনেছি। সব জেনে মনে হচ্ছে তিনি সত্যি অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। ’

এদিকে জাইন পড়াশোনা শেষ করে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলছেন। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নেই বলে জানান তিনি। তার ভাই শাদাব জাফর বিজ্ঞাপন নির্মাতা হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মা সোনিয়া জাফর আর ভাইকে নিয়ে উত্তরায় বসবাস করেন জাইন।  

‘আবার দুজনে দেখা হলো’ অনুষ্ঠানটির প্রযোজক শাহীন মাহমুদ জানান, একই অনুষ্ঠানে জাইন জাফরকে আরও একটি গানে পাওয়া যাবে। ‘ও পণ্ডিত মশাই’ গানটিতে তার সঙ্গে নায়িকা হিসেবে আছেন চমক তারা। এ ছাড়া অভিনেতা ফারুকের ছেলে শরৎ ও ঊজ্জ্বলের ছেলে জিয়া আশরাফ তাদের বাবার দুটি করে গানে অংশ নেবেন। নায়িকা হিসেবে থাকবেন মিরাক্কেলের শশীসহ আরও তিনজন।  এসএ টিভিতে এটি প্রচার হবে ঈদের চতুর্থ, পঞ্চম ও ষষ্ট দিন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।