ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনে পুরস্কারপ্রাপ্তিতেও বিষণ্ন জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
জন্মদিনে পুরস্কারপ্রাপ্তিতেও বিষণ্ন জয়া

উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে ওপার বাংলার ছবি ‘রাজকাহিনী’তে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

তিন দিনের এই সম্মেলনের প্রথম দিন শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় জয়ার হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অরুণ সিং।

এর আয়োজন করে পশ্চিমবঙ্গের বাঙালিদের সংগঠন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল নর্থ আমেরিকা।  

পুরষ্কারপ্রাপ্তির পর জয়া বলেন, ‘‘সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটি ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে। কিন্তু পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ‘কাঁটাতারের রেস’ বাঁধা হয়ে দাঁড়ায়নি। এজন্য আমি খুবই খুশি। ’’ এ সময় ম্যানহাটানের মেডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ছয় হাজার দর্শক উপস্থিত ছিলেন।

শুক্রবার (১ জুলাই) ছিলো জয়ার জন্মদিন। এদিন পুরস্কার পাওয়ার অনুভূতি কেমন জানতে চাইলে জয়া বলেন, ‘অবশ্যই আনন্দের, কিন্তু ঢাকায় জিম্মি ঘটনার খবর শুনে মনটা ভালো নেই।  আমার সবসময় গর্ব হয়, আমি বাংলাদেশের শিল্পী। কিন্তু আমার প্রিয় দেশ ভালো না থাকলে কষ্ট পাই। ’

অনুষ্ঠানে ওপার বাংলার তারকাদের মধ্যে পুরস্কার পান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, পাওলি দাম, ইন্দ্রানী হালদার, অভিনেতা যিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, কৌশিক সেন প্রমুখ।

* অনুষ্ঠানের ছবি তুলেছেন চৌধুরী সাফওয়াত গনি। ​

* ‘ঈগলের চোখ’ ও জয়ার একঝলক (ট্রেলার)

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।