ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শেষ দৃশ্যে মুখোমুখি দুই বোন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
শেষ দৃশ্যে মুখোমুখি দুই বোন ‘ভানুমতির খেইল’ নাটকে (বাঁ থেকে) লুৎফুন্নাহার আশা, এফএস নাঈম ও পিয়া বিপাশা

লুৎফুন্নাহার আশা ‘ভিট-চ্যানেল আই টপ মডেল' আর পিয়া বিপাশা উঠে এসেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে। সম্পর্কে তারা বোন।

দু'জনে একসঙ্গে দুটি নাটকে অভিনয় করেছেন। তারা আবার পর্দা ভাগাভাগি করেছেন।

মিরপুরের কল্যাণপুরে ‘ভানুমতির খেইল’ নামের নতুন নাটকটির চিত্রায়ন হয় গত ২৫ ও ২৬ জুন। গল্পে আশা ও পিয়া বিপাশা দুই বোন।  বন্ধুত্বের মাঝেই এফএস নাঈম ও পিয়া বিপাশার প্রেম হয়। এদিকে আশার সঙ্গেও প্রেম করেন নাঈম। একসময় মেয়ে দুটি ছেলেটার প্রতারণা বুঝে ফেলে।  

পিয়া বিপাশা বললেন, ‘‘আমরা দুই বোন এর আগে দুটি নাটকে একসঙ্গে অভিনয় করেছি। প্রথমটি ছিলো মাসুদুল হাসানের ‘দ্বিতীয় মাত্রা’। আমরা একসঙ্গে থাকলে অনেক মজা করি। ’’

পিয়া বিপাশা আরও জানালেন, ‘এবারের নাটকে শুধু শেষ দৃশ্যে আমরা একে অপরের মুখোমুখি হবো। এ ছাড়া পুরো নাটকে আমাদের একসঙ্গে কোনো দৃশ্য নেই। শেষের দৃশ্যটি ধারণের সময় আমরা বারবারই হেসে দিচ্ছিলাম। এ কারণে দৃশ্যটি বেশ কয়েকবার ধারণ করতে হয়েছে। ’ 

‘ভানুমতির খেইল’ লিখেছেন আদনান আদীব খান, চিত্রনাট্য ও পরিচালনায় শরাফ আহমেদ জীবন। ঈদের দিন রাত ১১টা থেকে বিরতিহীন প্রচার হবে এটি। এতে আরও অভিনয় করেছেন মনোজ কুমার, কচি খন্দকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।