ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুন্নীর কণ্ঠে ‘রাজনীতি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
মুন্নীর কণ্ঠে ‘রাজনীতি’ দিনাত জাহান মুন্নী ও প্রীতম হাসান

‘রাজনীতি’ ছবির শিরোনাম-গান গাইলেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। প্রেম ও রাজনীতির আবহে সাজানো হয়েছে এটি।

এটাকে শিরোনাম-গানও বলা যায়, আবার একই সঙ্গে এটি আইটেম গান।  

এর কথা এমন- ‘কেউবা গুটি চালে/কেউ জড়ায় সে জালে/হৃদয় নিয়ে চলবে নারে কোনো গুটিবাজি/কর ইশারা, পাবে না সাড়া/কারও প্রেম খাঁটি হলে মন তো রাজি/প্রেমের জন্য জীবন বাজি/প্রেমের এই রীতি/প্রেমের মাঝে চলবে নারে কোনো রাজনীতি’।

গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় প্রীতম হাসান। রোববার (৩ জুলাই) রাতে ঢাকার একটি স্টুডিওতে এর ধারণ কাজ সম্পন্ন হয়।  

বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’তে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। প্রযোজনায় আশফাক আহমেদ।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।