ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারে বিদেশি ভাষার ছবি জমাদানের সময়সীমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
অস্কারে বিদেশি ভাষার ছবি জমাদানের সময়সীমা

৮৯তম অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩ অক্টোবর। প্রথমবারের মতো ছবি জমাদানের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে অনলাইনে।

 

গত ৭ জুলাই ই-মেইল বার্তায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকে জমা দেওয়া হবে একটি ছবি। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে।  

অন্যান্য বিভাগে ছবি জমাদানের শেষ সময়- স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র (১ সেপ্টেম্বর), প্রামাণ্যচিত্র (২০ সেপ্টেম্বর), স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি (৩ অক্টোবর), অ্যানিমেটেড ছবি (১ নভেম্বর), মৌলিক সুর ও মৌলিক গান (১ ডিসেম্বর)। সাধারণ নিবন্ধন শুরু হবে ১ ডিসেম্বর থেকে।  

আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এটি সরাসরি দেখানো হবে এবিসি নেটওয়ার্কের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।