ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাঁচ বন্ধুকে নিয়ে অমিতাভ রেজার ‘শেষ আড্ডা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
পাঁচ বন্ধুকে নিয়ে অমিতাভ রেজার ‘শেষ আড্ডা’

দুই বছর পর নাটক লিখলেন ও পরিচালনা করলেন অমিতাভ রেজা। ‘শেষ আড্ডা’ নামের নাটকটিতে পাঁচ বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, আদনান ফারুক হিল্লোল, সাজু খাদেম ও নেভিল।

গল্পে দেখা যাবে- পাঁচ বন্ধু ২০ বছর পর একসঙ্গে বেড়াতে যায় শহর থেকে দূরের একটি রিসোর্টে। সময়ের সঙ্গে তাদের ভেতরের আবেগ-অনুভূতিগুলোও বদলেছে। সবকিছুতেই এসেছে আমূল পরিবর্তন। তারা জানে, এই আড্ডার পর হয়তো আর এভাবে একসঙ্গে বসা হবে না তাদের।  

আড্ডার ফাঁকে ফাঁকে চার বন্ধুর জীবনে ঘটে যাওয়া সুখ-দুঃখের ঘটনাগুলো ফুটিয়ে তোলা হবে। এসেছে প্রেমের গল্পও। মূলত এখানে সময়ের বাঁকগুলো তুলে ধরা হয়েছে।  

‘শেষ আড্ডা প্রসঙ্গে বাংলানিউজের সঙ্গে কথা বললেন বিজরী। তার চরিত্রের নাম মীরা। তিনি বললেন, ‘বাস্তবেও আমরা সবাই বন্ধু। দীর্ঘদিন পর একত্র হওয়ায় বেশ উপভোগ করেছি কাজটা। নাটকের নামের মতোই আমরা সবাই যেন আড্ডার ছলেই অভিনয় করেছি। ’

অমিতাভ রেজার নির্দেশনায় কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন বিজরী। এ ছাড়া তার পরিচালনায়  ‘আয়নাবাজি’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তিনি বললেন, ‘এবারই প্রথম তার কোনো নাটকে কাজ করলাম। দিনারেরও এমন অভিজ্ঞতা নতুন হলো। অমিতাভ আমাদের ভালো বন্ধু। ’

‘শেষ আড্ডা’ নাটকটির নামকরণ প্রসঙ্গে অমিতাভ রেজা বাংলানিউজকে বললেন, ‘আসলে একটা আড্ডা মানুষকে বদলে দিতে পারে। তখন চিন্তা ও আবেগের পরিবর্তন হয়। হয়তো অন্য কোনো সময়ে আবার আড্ডা হবে, কিন্তু এ আড্ডাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। তাই এই নামকরণ। ’

গত ২ থেকে ৬ জুলাই গাজীপুরের একটি বাগানবাড়ি ও ঢাকায় নাটকটির দৃশ্যায়ন হয়েছে। নাটকটি ঈদের সপ্তম দিন রাত ৮টা পাঁচ মিনিটে এনটিভিতে প্রচার হবে।  

মাঝে নিজের প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নিয়ে ব্যস্ত ছিলেন অমিতাভ রেজা। সবশেষ ২০১৪ সালের রোজার ঈদে তিনি পরিচালনা করেন ‘সারফেস’ (শাহেদ, সানজিদা প্রীতি) নাটকটি।

* ‘শেষ আড্ডা’ নাটকের প্রোমো দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।