ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন চোরের লাগেজ চুরির গল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
তিন চোরের লাগেজ চুরির গল্প (বাঁ থেকে) মিলন ভট্টাচার্য, সাজু খাদেম ও রাশেদ মামুন অপু

পেশায় চোর তিন বন্ধু অনেক স্মার্ট এবং একে অন্যের চেয়ে আলাদা। বিভিন্ন সময় চুরি করতে যাওয়ার সময় মতের বনিবনা না হওয়ায় তারা চুরি করতে ব্যর্থ হয়।

ঈদে বাড়ি যাওয়া এক পরিবারের ফ্ল্যাটে একদিন ঢুকে তারা চুরির চেষ্টা করে। এ সময় তারা মালপত্র বহনের জন্য একটি লাগেজ নেয়।  

‘তোমার গল্পে সবার ঈদ’ কার্যক্রমে নির্বাচিত গল্পটি নিয়ে তৈরি হয়েছে ‘দ্য লাগেজ’। এ নাটকে তিন চোরের ভূমিকায় অভিনয় করেছেন সাজু খাদেম, রাশেদ মামুন অপু এবং মিলন ভট্টাচার্য।  

নাটকটি প্রসঙ্গে অভিনেতা সাজু খাদেম বাংলানিউজকে বলেন, ‘মূলত তিন বন্ধুর চুরির ঘটনা নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে। ঈদের সঙ্গে গল্পটার সম্পৃক্ততা আছে। তাই এটি দর্শকদের আলাদা গ্রহণযোগ্যতা পেতে পারে। ’

হুমায়ূন রশিদের গল্প ভাবনায় এবং শাহজাহান সৌরভের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে আরও অভিনয় করেছেন নাদিয়া খানম। বিশেষ চরিত্রে দেখা যাবে জাহিদ হাসান শোভনকে। ঈদের তৃতীয় দিন শনিবার (৯ জুলাই) বৈশাখী টিভিতে রাত সাড়ে ১০টায় প্রচার হবে ‘দ্য লাগেজ’।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।