ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমান-র‍ানীর কাছে আকুতি-মিনতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
সালমান-র‍ানীর কাছে আকুতি-মিনতি সালমান খান ও রানী মুখার্জি

বলিউডে এখন নির্মাতা করণ জোহরের ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকেন প্রায় সবাই। তবে ১৮ বছর আগে নিজের পরিচালিত প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ অভিনেতা সালমান খান ও অভিনেত্রী রানী মুখার্জিকে নিয়ে তাদের কাছে অনেক আকুতি মিনতি করতে হয়েছে তাকে।

 

সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের করণ বলেন, ‘রানী যে চরিত্রে অভিনয় করেছে তা চূড়ান্ত করতে হিমশিম খেতে হয়েছে আমাকে। অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আটজন নায়িকাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কেউই এ চরিত্রে কাজ করতে রাজি হয়নি। তাদেরকে ভালোবাসা দেখিয়ে চিত্রনাট্য পড়ে শুনিয়েছি। তবুও কেউ সাড়া দেয়নি। তখন নিজেকে ভিক্ষুক মনে হচ্ছিলো। ’

যোগ করে করণ আরও বলেন, ‘সালমান অভিনীত চরিত্রের জন্য তারকা নির্বাচন করতেও আমাকে দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। অবশেষে সালমান ও রানীকে নিতে পেরেছি। ছবিটিতে চুক্তিবদ্ধ হতে তাদের কাছে গিয়ে রীতিমতো হাত পেতেছিলাম বলতে পারেন। ’

তবে প্রধান নায়ক-নায়িকা ছিলেন শাহরুখ-কাজল। সালমান ও রানীর চরিত্র দুটি ছিলো অতিথি শিল্পীর। স্বল্প উপস্থিতির এ দুটি চরিত্রে অভিনয়ে রাজি করানোর জন্য বড় দুই তারকার কাছে অনেক আকুতি-মিনতি করতে হয়েছিলো করণকে।  

‘মাই নেম ইজ খান’-এর এই পরিচালক রসিকতা করে জানান, একবার ভেবেছিলেন কেউ রাজি না হলে তিনি নিজেই শর্ট স্কার্ট পরে রানীর চরিত্রে অভিনয় করবেন! তার কাছে রানীর নাম সুপারিশ করেন করণের ভালো বন্ধু নির্মাতা আদিত্য চোপড়া ও অভিনেতা শাহরুখ খান।  

করণ বললেন, ‘রানীর কাছে গিয়েছিলাম। ও ‘গুলাম’ ছবিতে কাজ করতে যাচ্ছিলো। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবিতে তার নির্দিষ্ট অভিব্যক্তি দেখেই ওকে নেওয়ার পরামর্শ দেন শাহরুখ খান ও আদিত্য চোপড়া। আমরা পরিচিত একজনকে চেয়েছিলাম এ চরিত্রে। যে মেয়েটি গল্পের শুরুতেই মারা যায়। কিন্তু ব্যাটে-বলে মিলছিলো না। ’ 

১৯৯৮ সালের ব্লকবাস্টার ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করেন রূপালি পর্দার জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। রানীর চরিত্রটি ছিলো স্বল্প উপস্থিতির। আর সালমানকে দেখা গেছে অতিথি চরিত্রে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।