ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাহরুখকে ব্যবসা শিখিয়েছে স্টিভ জবসের জীবনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
শাহরুখকে ব্যবসা শিখিয়েছে স্টিভ জবসের জীবনী

গল্প কিংবা প্রবন্ধ, সবধরনের বই পড়ার প্রতি বরাবরই আগ্রহী বলিউড সুপারস্টার শাহরুখ খান। এর মধ্যে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী ব্যবসা সম্পর্কে ৫০ বছর বয়সী এই অভিনেতার ধারণা বদলে দিয়েছে।

শাহরুখ জানিয়েছেন, একই সময়ে যে কোনো একটি দিকে মানুষের মনোযোগ দেওয়া উচিত। বইটি পড়ে তার এই উপলব্ধি হয়েছে। বিষয়টি তার নিজের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের দিক পরিবর্তন করে দিয়েছে।
 
বলিউড বাদশা বলেন, ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টের মাধ্যমে একাধিক ব্যবসায় যুক্ত ছিলাম। কিন্তু স্টিভ জবসের ওপর লেখা বই পড়ার পর বুঝতে পেরেছি নির্দিষ্ট একটি বিষয়ে জোর দিলে সুবিধা হয়। তাই আমরা টেলিভিশন ও বিজ্ঞাপন নির্মাণ বন্ধ করে শুধু চলচ্চিত্র এবং ভিজ্যুয়াল ইফেক্টসে মনোযোগী হলাম। ’

যদিও বইয়ে উল্লেখ করা সব নিয়মনীতিতে বিশ্বাসী নন শাহরুখ। ‘দিলওয়ালে’ তারকা জানান, ম্যালকম গ্ল্যাডওয়েলের ‘ব্লিঙ্ক’ গ্রন্থটিও ব্যবসা সম্পর্কিত। তিনি বলেন, ‘এই বইয়ে বলা হয়েছে, প্রতিযোগিতার বাজারে যিনি বা যারা চোখের পলক ফেলবেন বা তাচ্ছিল্য করবেন তারাই পরাজিত হন। ’

চলচ্চিত্র বিষয়ক লেখালেখিতে যাদের আগ্রহ আছে তাদের জন্য ব্লেক স্নাইডারের ‘সেভ দ্য ক্যাট’ বই পড়ার পরামর্শ দিয়েছেন শাহরুখ। তার কথায়, ‘চিত্রনাট্যের ওপর লেখা আমার পড়া সেরা বইয়ের মধ্যে এটাই অন্যতম। ’

শাহরুখ আরও জানান, লন্ডনে ‘জব তাক হ্যায় জান’ ছবির দৃশ্যধারণ চলাকালীন ইএল জেমসের ‘ফিফটি শেডস অব গ্রে’ বইয়ের বেশ কয়েকটি কপি পেয়েছিলেন তিনি। কিন্তু সেটা এখন পড়ে শেষ করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।