ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মোবাইল অ্যাপসেই এখন বেশি গান শুনছে’

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
‘মোবাইল অ্যাপসেই এখন বেশি গান শুনছে’ শফিক তুহিন, ছবি-নূর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘এর বেশি ভালোবাসা যায় না’ গেয়ে আলোচনায় এলেও শফিক তুহিন গানের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে। তার লেখা ও সুর করা গান কণ্ঠে তুলে জনপ্রিয়তা পেয়েছেন অনেক শিল্পী।

গীতিকার হিসেবে পেয়েছেন জাতীয় স্বীকৃতি (জাতীয় চলচ্চিত্র পুরস্কার)। এখন গান লেখা, সুর করা ও গাওয়া চলছে সমান তালে। ঈদে ‘রুপকথা চুপকথা’ শিরোনামে পঞ্চম একক অ্যালবাম প্রকাশ করেছেন শফিক তুহিন। শিল্পীর কথা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন জে কে, রেজওয়ান শেখ ও রাফি। এটি প্রকাশ করেছে সুরঞ্জলি। নতুন অ্যালবাম ও অন্যান্য বিষয় নিয়ে বাংলানিউজের সঙ্গে আড্ডা দিয়েছেন শফিক তুহিন। পড়ুন তার সাক্ষাৎকার-

বাংলানিউজ: ‘চুপকথা রুপকথা’ নামটি নির্বাচন করার পেছনে উদ্দেশ্য কী?
শফিক তুহিন:
এই অ্যালবামটিতে ‘চুপকথা রুপকথা’ শিরোনামের একটি গান আছে। গানটি লেখার সময় থেকেই নামটি অনেক পছন্দ হয়েছিলো। অবশ্য আরও একটি গান ‘জাদুর আয়না’ নিয়েও ভেবেছিলাম। এরপর ফেসবুক বন্ধুদের কাছে পরামর্শ চাইলে সবাই ‘চুপকথা রুপকথা’ নামটিই বেশি পছন্দ করেন। আমারও এই নামটি আগে থেকে পছন্দ ছিলো। তাই সবার পরামর্শে ‘চুপকথা রুপকথা’ নামেই অ্যালবামটি প্রকাশ করলাম।

বাংলানিউজ: দুই বছর বিরতি নিয়েছেন নতুন অ্যালবামের জন্য। বিশেষ কোনো কারণ আছে? এর মধ্যে ব্যস্ততা ছিলো কী নিয়ে?
শফিক তুহিন:
২০১৪ সালে সবশেষ ‘আঙুলে আঙুল’ অ্যালবামটি বের হয়েছিলো। আর কোনো একক প্রকাশ না করলেও গানের সঙ্গেই সময় কেটেছে। গান গাওয়ার পাশাপাশি লিখছি ও সুর করছি। তাই ব্যস্ততা সবসময় গান নিয়েই। এই দুই বছরে এই অ্যালবামটির কাজ এগিয়েছি। এছাড়া মমতাজ, ন্যানসি, শুভমিতার সঙ্গে বেশ কিছু মিশ্র অ্যালবামে কাজ করছি। কোরবানি ঈদে ‘শফিক তুহিন ফিচারিং লেমিস’ আসছে। এই অ্যালমটির সুর ও সংগীতায়োজন আমার করা। লেমিসের পাশাপাশি আমার গানও থাকছে এখানে।  চলচ্চিত্রেও নিয়মিত প্লেব্যাক করছি। জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ ও অনন্য মানুনের ‘আমি তোমার হতে চাই’ ছবির গান নিয়ে ব্যস্ত আছি।  

বাংলানিউজ: এখন তো সিডি বের হয় না তেমন। আপনার অ্যালবামটি কীভাবে শোনা যাচ্ছে? 
শফিক তুহিন:
বলতে গেলে, এখন সিডির চল বেশ কমে এসেছে। দেখা যাচ্ছে অনেকের বাড়িতে সিডি প্লেয়ারই নেই। আগে পাঁচ হাজার গান শোনার জন্য এক হাজার টাকা খরচ করা লাগতো। কিন্তু এখন মোবাইলে একটি অ্যাপসের মাধ্যমে সবাই তার পছন্দের শিল্পীর গান শুনতে পাচ্ছেন। মোবাইল অ্যাপসেই এখন বেশি গান শুনছে। আমার অ্যালবামটিও অনলাইনে পাওয়া যাচ্ছে। অ্যাপসে পাওয়া যাচ্ছে। জিপি মিউজিক ও ইউটিউবে শোনা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সংগীতাঙ্গনেও বেশ পরিবর্তন এসেছে।

বাংলানিউজ: অ্যালবামের কোন গানটি ব্যাক্তিগতভাবে আপনার বেশি পছন্দ?
শফিক তুহিন:
‘জাদুর আয়না’ গানটি আমার বেশি পছন্দ। ইতিমধ্যে এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানটি আমার একক কণ্ঠের পাশাপাশি দ্বৈত কন্ঠেও আছে, গেয়েছেন লাবণ্য। আর ‘চুপকথা রুপকথা’ গানটিতেও আমার সঙ্গে আছে দোলার কণ্ঠ।

বাংলানিউজ: ভিডিও তৈরির ইচ্ছে আছে নিশ্চয়ই?
শফিক তুহিন:
‘জাদুর আয়না’ গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ শুরু করবো। বলতে গেলে এই গানটির ভিডিওর জন্য বেশ বড় বাজেট রেখেছি। একটি ব্যয়বহুল ভিডিওচিত্র তৈরি হবে এই গানটির। পরিকল্পনা ও চিত্রনাট্য তৈরি চলছে। এটার পর বাকি গানগুলোর মিউজিক ভিডিও নিয়ে চিন্তা করবো।

বাংলানিউজ: সবাই বলছেন সংগীতাঙ্গনে সুবাতাস বইছে। আসলে কী তাই?
শফিক তুহিন:
অনেক বছর পর এবারের ঈদে প্রায় রেকর্ড পরিমান অডিও গান বাজারে এসেছে। মূলত অনলাইন সব অ্যাপস, জিপি, রবিসহ ইউটিউবের মাধ্যমে বাণিজ্যিকভাবে সংগীতাঙ্গন বেশ উর্বর হচ্ছে। পাইরেসির প্রভাব থেকেও আমাদের সংগীতাঙ্গন এখন অনেকটাই মুক্ত। তবে পুরোপুরি সফলতা আসতে এখনও দুই বছরের মতো সময় লাগবে।  

বাংলানিউজ: এবার ব্যক্তিগত প্রশ্ন। বিয়ের ফুল ফুটবে কবে?
শফিক তুহিন:
আমি তো প্রতিবছরই বিয়ে করার কথা বলি (হাসি)। কবে নাগাদ করবো উপরওয়ালাই জানেন। আমি নিজে এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
জেএমএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।