ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিসে রিয়ান্নার কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
নিসে রিয়ান্নার কনসার্ট বাতিল রিয়ান্না

দক্ষিণ ফ্রান্সের নিসের আলিয়াঞ্চ স্টেডিয়ামে শুক্রবার (১৫ জুলাই) সংগীত পরিবেশনের কথা ছিলো গায়িকা রিয়ান্নার। কিন্তু শহরটিতে ট্রাক হামলার ঘটনায় তা বাতিল করেছেন তিনি।

এটি ছিলো তার ‘অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ।

নিসের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি টুইটারে জানান, রিয়ান্নার কনসার্টসহ শুক্রবারের সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে  জ্যাজ উৎসবও। শনিবার শুরুর কথা ছিলো এ আয়োজন।

গত ১৪ জুলাই রাতে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর এক হামলাকারীর ট্রাকচাপায় ৮৪ জন নিহত ও অনেকে আহত হন। এ সময় রিয়ান্না নিসেই ছিলেন। তবে তার প্রতিনিধি জানান, ২৮ বছর বয়সী এই তারকা নিরাপদে ও ভালোভাবে আছেন।

ইনস্টাগ্রামে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রিয়ান্না। ফরাসি পতাকায় আঁকা হৃদয়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হতাহত ও তাদের পরিবারের সঙ্গে আছি আমরা। ’

এদিকে হামলার সময় ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবির দ্বিতীয় কিস্তির কলাকুশলীরাও ছিলেন নিসে। তবে ‘ফিফটি শেডস ডার্কার’ নামের ছবিটির প্রযোজক ডানা ব্রুনেত্তি নিশ্চিত করেছেন, অভিনেত্রী ড্যাকোটা জনসন ও অভিনেতা জেমি ডরনানসহ সবাই নিরাপদে আছেন। খবর পেয়ে হোটেলে ফিরে আসেন তারা।

বাংলাদেশ সময় : ১২২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।