ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাবণ্যর পর ‘অমিয়া’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
লাবণ্যর পর ‘অমিয়া’ ‘অমিয়া’ নাটকে নাদিয়া আফরিন মিম

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নামঞ্জুর’ গল্পের কেন্দ্রীয় চরিত্র অমিয়া শিক্ষিতা মেয়ে। তৎকালীন সামাজিক প্রথার বিরুদ্ধে গিয়ে নিজেকে আর দশজন সাধারণ মেয়ের চেয়ে আলাদা হয়ে উঠেছিলো সে।

তার পাশে ছিলো অনিল।

অমিয়া ও অনিল মিলে একটি সংস্থা গড়ে তোলে। এর মাধ্যমে দু’জনে মিলে সমাজের অন্যায়, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করতো। একসঙ্গে চলতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সামাজিক কারণে এই প্রেম পরিণতি পায় না।

‘নামঞ্জুর’ গল্প অবলম্বনে নির্মিত নাটকে অমিয়া চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আফরিন মিম। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকবির গল্পের নায়িকা হলেন তিনি।  

২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মুকুট জয়ের পরের বছর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত ‘লাবণ্য’ টেলিছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন নাদিয়া আফরিন মিম। তিনি বাংলানিউজকে বললেন, ‘তখন নতুন ছিলাম, তবে এবার ভালোভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রকে আয়ত্ত্বে আনার চেষ্টা করেছি। ’

নাদিয়া আফরিন মিম যোগ করে আরও বলেন, ‘অমিয়া রাজনীতি করে। এজন্য সে অনেক সাধারণভাবে থাকে। চরিত্রটি ফুটিয়ে তুলতে এখানে আমাকে অত্যন্ত সাধারণ সাজগোজে উপস্থাপন করা হয়েছে। পুরো নাটকে শাড়ি পরেছি। মনে হচ্ছিলো আমি যেন অমিয়া! আর এবারই প্রথম জিতু ভাইয়ের সঙ্গে কাজ করলাম। ’ 

নতুন নাটকটির নাম ‘অমিয়া’। এতে অনিল চরিত্রে আছেন অভিনেতা জিতু আহসান। নাট্যরূপ ও পরিচালনায় নাহিদ আহমেদ পিয়াল। এবারের বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।