ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জীবনে যা চাই, আর যা পাই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জীবনে যা চাই, আর যা পাই

শিল্পী বিটপ শোভন বাছাড় দীর্ঘ সময় মানুষের মন ও মনন নিয়ে কাজ করে আসছেন। তিনি দেখেছেন- মানুষ চায় এক আর পায় আর এক।

ব্যক্তি মানুষের এই অপূর্ণতা অসুখী সমাজের কারণ। এটাই তার অাঁকা ছবির মূল ভাবনা।

এমন কিছু ছবি নিয়ে আয়োজন করা হয়েছে শিল্পী বিটপ শোভন বাছাড়ের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘জীবনে যা চাই, আর যা পাই’। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে এর উদ্বোধন হবে আগামী ২২ জুলাই সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। এখানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ঢাকা বিশ্বদ্যিালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন ও জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার।

প্রদর্শনীতে স্থান পাচ্ছে মোট ১৮টি চিত্রকর্ম। তেল রঙে অাঁকা এসব ছবিতে সামাজিকভাবে বহুল প্রতিষ্ঠিত মা-শিশু, স্বামী-স্ত্রীর সম্পর্কগুলোকে শিল্পী ভিন্ন আঙ্গিকে দেখাতে চেয়েছেন। যেখানে সময়ের সঙ্গে একজন আরেকজনের বাধা আবার কখনওবা প্রতিপক্ষ হয়ে ওঠে। এ ছাড়া তিনি তরুণীর সহজাত সৌন্দর্যকেও উপজীব্য করেছেন তার চিত্রকলায়।  

নিজের আবেগকে অনুপ্রাণিত করা সমাজে ব্যক্তি মানুষের অনুভূতিকে উপস্থাপন করতে চেয়েছেন শিল্পী বিটপ। একটি বোধকে ধারন করে তার নিদারুণ সৌন্দর্য নিয়ে যে চিত্রগুলো আছে তা দর্শককে শিল্পীর মূল গন্তব্যের সঙ্গে একত্রিত করবে বলে তার বিশ্বাস।

অভিজ্ঞতার আলোকে শিল্পী বিটপ শোভন মনে করেন, ‘সামাজিক প্রথা, রীতি এবং আচার কখনও কখনও মানুষের মনে স্থবিরতার জন্ম দেয়। কখনওবা তাদের মনে প্রথাবিরুদ্ধ ইচ্ছার উন্মেষ ঘটে, যা বাস্তবে অর্জন করা সম্ভব নয়। ’ 

‘জীবনে যা চাই, আর যা পাই’ শিরোনামের প্রদর্শনীটি চলবে ২ আগস্ট পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

১৯৮৫ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন বিটপ শোভন বাছাড় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বিএফএ এবং এমএফএ সম্পন্ন করেন প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি।  

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।