ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বর্ষা উৎসব উৎসর্গ করা হলো গুলশানে নিহতদের প্রতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
বর্ষা উৎসব উৎসর্গ করা হলো গুলশানে নিহতদের প্রতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বর্ষা ঋতুকে বরণ করে নিতে চারুকলার বকুলতলায় প্রতি বছর বর্ষা উৎসব আয়োজন করে থাকে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। এবারও ব্যতিক্রম হয়নি।

তবে এবারের আবহে ছিলো শোকও।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুক্রবার (২২ জুলাই) ‘বর্ষা উৎসব ১৪২৩’ অনুষ্ঠানের মঞ্চে চোখ এড়ায়নি এক কোণে লিখে রাখা- ‘গুলশানে জঙ্গি হামলায় নিহতদের জানাই গভীর সমবেদনা। ’ এখানে প্রধান অতিথি ঢাবি উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘আয়োজকরা আমাকে জানিয়েছেন, এবারের বর্ষা উৎসব উৎসর্গ করা হয়েছে হলি আর্টিজান বেকারিতে নিহত দেশ-বিদেশের সাধারণ নাগরিক ও পুলিশ কর্মকর্তাদের প্রতি। ’

সকাল ৭টায় এইচ. এম রতনের পরিবেশনায় মেঘমল্লার রাগের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বর্ষা উৎসবে নাচ-গানে অংশ নেয় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি, নৃত্যজন, নটরাজ ও সুরবিহার, আদিবাসী সংগঠন গারো কালচারাল একাডেমি, নৃত্যম, নৃত্যজন, স্পন্দন, সুরসপ্তক।  

উৎসবে একক কণ্ঠে গেয়েছেন ফেরদৌস আরা, মহিউজ্জামান চৌধুরী ময়না, প্রিয়াঙ্কা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, অনিমা রায়, আবু বকর সিদ্দিক ও বিমান চন্দ্র বিশ্বাস। একক আবৃত্তি পরিবেশন করলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আহকামউল্ল্যাহ ও নায়লা তারান্নুম চৌধুরী।  অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সবাই মিলে ধরণীকে সবুজ করার লক্ষে শিশু-কিশোরদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

নাচ, গান আর কবিতায় বর্ষাবরণ উপভোগ করতে নীল আর সাদা শাড়িতে সেজে এসেছে মেয়েরা। খোঁপায় বর্ষার ফুল। দারুণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে বর্ষা উৎসব উপভোগ করতে এসেছে ছেলেরাও। বকুলতলায় তরুণ-তরুণীদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শককে দেখা গেছে।  

বর্ষা উৎসব সাজানো হয়েছে দুই ভাগে। প্রথম পর্বে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ছিলো নানান পরিবেশনা। দ্বিতীয় ভাগের আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। চলবে ৯টা পর্যন্ত।  

থাকবে গান, দলীয় নাচ, একক আবৃত্তি ও দলীয় আবৃত্তি। দলীয় সংগীতে অংশগ্রহণ করবে সুর ও তাল ললিতকলা একাডেমি, বেণুকা ললিতকলা একাডেমি, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, পঞ্চভাস্কর, নন্দন ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।

একক কণ্ঠে গাইবেন সজিব, সমর বড়ুয়া, আরিফ রহমান, আবিদা রহমান সেতু, সানজিদা মঞ্জুরুল হ্যাপি, শ্রাবণী গুহ রায়, ডা. মাহাজাবিন রহমান শাওলী, রত্না সরকার, নবনীতা জাইদ চৌধুরী অনন্যা, সঞ্জয় কবরাজ, আঞ্জুমান ফেরদৌস কাকলি, তাঞ্জিলা তমা, ছায়া কর্মকার, এ.টি.এম জাহাঙ্গীর, তানিয়া মান্নান, কানন বালা সরকার, শান্তা সরকার, খগেন্দ্র নাথ সরকার, আশিকুর রহমান, শিমুল সাহা ও মাহবুব রিয়াজ।  

দলীয় নৃত্যে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ফাইন আর্টস একাডেমি (বাফা), বেণুকা ললিতকলা একাডেমি, আঙ্গিকাম ও নান্দনিকের শিল্পীরা। একক আবৃত্তি করবেন শাহাদাত হসেন নিপু, ফয়জুল আলম পাপ্পু, মাশকুর-ই-সাত্তার কল্লোল, তমাল আহসান, তামান্না সরোয়ার নিপা ও আজিজুল বাশার মাসুম। দলীয়  আবৃত্তি পরিবেশন করবে কল্পরেখা ও কণ্ঠশীলন।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।