ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আয়নাবাজি’ নিয়ে দর্শকদের উন্মাদনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
‘আয়নাবাজি’ নিয়ে দর্শকদের উন্মাদনা ‘আয়নাবাজি’ তারকা (বাঁ থেকে) পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, চঞ্চল চৌধুরী, গাউসুল আলম শাওন ও নাবিলা

ঢালিউডের কোনো সুপারস্টার নেই। নেই পার্কে কিংবা গাছের ছায়ায় প্রেমের গানে নায়ক-নায়িকার ঠোঁট মেলানোর গতানুগতিকতা।

ঢিশুম-ঢাশুমও নেই। তবে আছে মন কেড়ে নেওয়ার মতো একটা গল্প। ভাবানোর মতো কিছু চরিত্র। নির্মাণের মুন্সিয়ানা। দৃষ্টিনন্দন চিত্রগ্রহণ। অভিনয়শিল্পীদের নৈপুণ্য।

এসবের সম্মিলনে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি এখন সাড়াজাগানো ব্যবসা করে যাচ্ছে। এটি মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস দ্বিতীয় সপ্তাহে এর শোর সংখ্যা বাড়িয়েছে।

স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে আটটি শো চলছে। গত ৮ অক্টোবর মাল্টিপ্লেক্সটির যুগপূর্তির অনুষ্ঠানে শোমোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, “বাংলা ছবির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। তাদের অতি চাহিদার কারণে হলিউডের ‘সুইসাইড স্কোয়াড’সহ ব্লকবাস্টার কয়েকটি ছবি নামিয়ে দিয়ে ‘আয়নাবাজি’ দেখাতে হচ্ছে। আমার মনে আছে, ছয় বছর আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ আমরা নয় মাস নামাতে পারিনি দর্শক চাহিদার কারণে।
এবারও তেমন আভাস পাওয়া যাচ্ছে। ”

এদিকে ব্লকবাস্টার সিনেমাস প্রথম সপ্তাহে চারটি শো চালিয়েছে। শুক্রবার থেকে এখানে থিয়েটার এক্সপোজার, থিয়েটার ট্রানজিশন ও থিয়েটার উৎসবে মোট সাতটি শো চলছে। এ ছাড়া বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা প্রেক্ষাগৃহ, শ্যামলী সিনেমা হলে চারটি করে শো চলছে ‘আয়নাবাজি’র।

এর মধ্যে নিউমার্কেট সংলগ্ন এলাকায় বলাকা প্রেক্ষাগৃহে ছুটির দিনগুলোতে আসন সংখ্যার চেয়ে প্রায় তিন-চার গুণ দর্শক ভিড় করছে। এ কারণে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ফেসবুক, টুইটার-সহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘আয়নাবাজি’র প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন অঙ্গনের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরা। সাম্প্রতিক সময়ে আর কোনো বাংলা ছবিকে ঘিরে সবশ্রেণীর মধ্যে এমন উন্মাদনা দেখা যায়নি।

এর মাধ্যমে বড়পর্দায় সফল যাত্রা হলো বিজ্ঞাপন ও নাটকের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার। ছবিটির গল্প অভিনয় পাগল মানুষ শরাফত করিম আয়নাকে ঘিরে। ইচ্ছেমতো যে কোনো মানুষের চরিত্রে রূপ বদলে ফেলতে তার জুড়ি নেই। অভিনয়ের নেশায় সাজাপ্রাপ্ত আসামীদের ছদ্মবেশে জেল খাটে সে। সঙ্গে টাকাও আসে ভালো।

আয়না চরিত্রে ছয়টি ভিন্ন রূপে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ছবিটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে উপস্থাপিকা নাবিলার। অন্যান্য চরিত্রে আছেন পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, ইফফাত তৃষা, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম শাওন, বৃন্দাবন দাশ, ‘মীরাক্কেল’ তারকা জামিল। অতিথি চরিত্রে আছেন আরিফিন শুভ ও বিজরী বরকতউল্লাহ।

কনট্যান্ট ম্যাটার্সের প্রযোজনায় হাফ স্টপ ডাউন লিমিটেড নির্মিত এ ছবির গল্প ভাবনা গাউসুল আলম শাওনের। রাশেদ জামানের দৃষ্টিনন্দন চিত্রগ্রহণও প্রশংসা কুড়িয়েছে। ছবিটিতে রয়েছে ফুয়াদ আল মুক্তাদির, অর্ণব, হাবিব ও চিরকুট ব্যান্ডের গান।

* ‘আয়নাবাজি’ ছবির ট্রেলার :

আরও পড়ুন>>>
* ‘আয়নাবাজি’র চঞ্চলকে না দেখলে মিস করবেন!
* গ্যালারিতে ছদ্মবেশে ‘আয়নাবাজি’র চঞ্চল
* ‘আয়নাবাজি’র গান নিয়ে মিউজিক ভিডিও প্রতিযোগিতা
* ‘আয়নাবাজি’ দেখা যাবে আরটিভিতে
* তিন জনের ‘আয়নাবাজি’ কানে
* ঈদের পর ‘আয়নাবাজি’

বাংলাদেশ সময় : ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।