ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কবিগুরুর গান শোনালেন শুভ্রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
কবিগুরুর গান শোনালেন শুভ্রা

ঢাকার ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তনে শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ছিলো শিল্পী শুভ্রা দেবনাথের পরিবেশনায় একক রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। তিনি কবিগুরুর বিভিন্ন আঙ্গিকের বেশ কয়েকটি গান গেয়ে শোনান।

অনুষ্ঠানে বাঁশি বাজিয়েছেন গাজী আব্দুল হাকিম। কি-বোর্ডে ছিলেন রূপতনু। সংগীত পরিবেশনের ফাঁকে শ্রোতাদের শুভ্রা বলেন, ‘গানই আমার প্রাণ। আর রবীন্দ্রসংগীতকে হৃদয়ে লালন করেই বেঁচে থাকতে চাই। ’

ছোটবেলা থেকেই গানে শুভ্রার হাতেখড়ি। তিনি প্রথম তালিম নেন সংগীতশিল্পী দিলীপ দাসের কাছে। এরপর মুরাদ আলী, লিলি ইসলাম, সাদী মহম্মদ এবং রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে দীক্ষা নিয়েছেন।

শুভ্রা দেবনাথ পেশায় শিক্ষিকা। পাশাপাশি দেশে ও দেশের বাইরে মঞ্চে গান গেয়ে থাকেন। মিসর, তুরস্ক ও নেপালে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।