ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কবি শামসুর রাহমানের জন্মদিনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
কবি শামসুর রাহমানের জন্মদিনে শামসুর রাহমান

কবি শামসুর রাহমানের জন্মদিন ২৩ অক্টোবর। এ উপলক্ষে সাজানো হলো শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘শিল্প বিনোদন’-এর বিশেষ পর্ব।

এখানে কবির কবিতা থেকে আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর, আল মনসুর ও ডালিয়া আহমেদ। থাকছে কবির সঙ্গে শমী কায়সারের আবৃত্তির ধারণকৃত ভিডিও।

কবির সাহিত্য নিয়ে কথা বলেছেন শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান এবং ভারতের কবি ও অনুবাদক শংকর সেন। অভিব্যক্তি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও কবি কামাল চৌধুরী।

স্মৃতিচারণ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহাম্মদ সামাদ। উপস্থাপনায় রোকেয়া প্রাচী, পরিচালনায় রাজু আলীম। রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে ‘শিল্প বিনোদন’ প্রচার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।