ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় ‘হ্যালোইন সপ্তাহ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ঢাকায় ‘হ্যালোইন সপ্তাহ’

ধারণা করা হয় প্রতি বছরের ১ নভেম্বর মৃত আত্মারা লোকালয়ে জীবিত মানুষের ঘাড়ে ভর করতে আসে। তাই জীবিতরা বিভিন্ন আয়োজন করে তাদের তাড়াতে চায়।

এটাকে বলা হয় হ্যালোইন। পশ্চিমের মতো বাংলাদেশেও হ্যালোইন উদযাপন করা হয়।

রোমাঞ্চকর ভৌতিক অভিজ্ঞতার সুযোগ নিয়ে ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-পাঁচে সোমবার (৩১ অক্টোবর) শুরু হলো সপ্তাহব্যাপী ‘হন্টেড হ্যালোইন উইক’। চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

এতে প্রতিদিন আরও থাকছে গান শোনা এবং দৈত্য উন্মাদনায় ভূতুড়ে অভিজ্ঞতা ভাগাভাগি এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। প্রতিদিন তিনজন চূড়ান্ত প্রতিযোগীকে বেছে নেওয়া হবে এবং ৪ নভেম্বর তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সোমবার ঘোষণা করা হয় হ্যালোইন ‘হরর আইকন অ্যাওয়ার্ড’। একদিন প্রবেশ মূল্য ২০০ টাকা। চারদিনের প্রবেশ মূল্য ৫০০ টাকা। এই টিকেটে আরও ফ্রি প্রবেশ করা যাবে যমুনা ফিউচার পার্কের বোলিং প্লেয়ার্স ক্লাবে, ফিউচার ওয়ার্ল্ডে এবং আউটডোর পার্ক কার্নিভালে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।