ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নভেম্বরে প্যারিস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
নভেম্বরে প্যারিস

ফ্রান্সের প্যারিসে একটি ‘আর্টিস্ট রেসিডেন্সি’ অনুষ্ঠানে অংশ নিতে ২০১৫ সালের নভেম্বরে সেখানে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী সুমন ইউসুফ। শহরটি দেখে মুগ্ধ হয়ে ছবি তুলতে থাকেন তিনি।

কিন্তু ১৩ নভেম্বর পাল্টে যায় সব।
 
কয়েকটি ধারাবাহিক সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত এবং ৩৭০ জনের ওপর আহত হন। শিল্পের ও ভালোবাসার প্যারিস রূপান্তরিত হয় কান্না এবং শোকের শহরে। এই মর্মান্তিক ঘটনার পরের পরিস্থিতি ও প্যারিসের মানুষের জীবনের মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন সুমন।
 
সেইসব ছবি নিয়ে আয়োজন করা ‘নভেম্বরে প্যারিস’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ঢাকার ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুক্রবার (৪ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন বাংলাদেশে নিয়ুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের।  ।
 
‘নভেম্বরে প্যারিস’ হলো সুমন ইউসুফের দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে ২১টি আলোকচিত্র। এগুলোর প্রদর্শনী চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত।
 
সুমন ইউসুফ ফিলিপিনের অ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির এশিয়ান সেন্টার ফর জার্নালিজম থেকে ‘ভিজ্যুয়াল লিটারেসি’ বিষয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, কম্বোডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে তার আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন তিনি।
 
গত বছর জলবায়ু পরিবর্তনের ওপর একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুমন। ২০১৩ সালে রানা প্লাজা ভবন ধ্বসের ছবির জন্য জার্মানির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আয়োজিত দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।