ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হলুদ পাঞ্জাবি পরে হলুদ বেলুন উড়িয়ে হিমু মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
হলুদ পাঞ্জাবি পরে হলুদ বেলুন উড়িয়ে হিমু মেলা

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র ও টিভি নাটকের নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘হিমু মেলা’। এ নিয়ে পঞ্চমবারের মতো এর আয়োজন করা হয় চ্যানেল আই চেতনা চত্বরে।

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র ও টিভি নাটকের নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘হিমু মেলা’। এ নিয়ে পঞ্চমবারের মতো এর আয়োজন করা হয় চ্যানেল আই চেতনা চত্বরে।

রোববার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি পরে চ্যানেল আই প্রাঙ্গণে সমবেত হয়ে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করে। এ সময় ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

মেলায় উন্মুক্ত মঞ্চে পরিবেশন করা হয় হুমায়ুন আহমেদ নির্মিত চলচ্চিত্র ও নাটকের গান। এগুলো গেয়েছেন মোহাম্মদ খুরশীদ আলম, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। নৃত্য পরিবেশন করেছে ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থীরা।

মেলায় ছিলো হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডিসহ নানান পণ্যসামগ্রীর স্টল। হুমায়ূন আহমেদ স্মরণে চিত্রাংকন করেছে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।

মেলায় আরও ছিলেন নাট্যব্যক্তিত্ব কেরামত মাওলা, শিল্পী ফকির আলমগীর, অন্যপ্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, প্রকাশক ফরিদ আহমেদ, মনিরুল হক, হিমু পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্তরা।

এর আগে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্যরা। রোববার নূহাশপল্লীসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে হুমায়ূন আহমেদের জন্মদিন। টরেন্টোতে চলছে তার একক বইমেলা।

বাংলাদেশ সময় : ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।