ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের বিজয়ীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের বিজয়ীরা (বাঁ থেকে) জাইন, আরিয়ানা গ্র্যান্ড ও ড্রেক

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে অ্যাডেল, বিয়ন্সে, সেলেনা গোমেজ, রিয়ান্না ও জাস্টিন বিবারকে হটিয়ে বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেলেন মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড।

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে অ্যাডেল, বিয়ন্সে, সেলেনা গোমেজ, রিয়ান্না ও জাস্টিন বিবারকে হটিয়ে বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেলেন মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড। ট্রফি হাতে নিয়ে ২৩ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না!’

প্রথমবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস জিতলেন কানাডিয়ান র‌্যাপার ড্রেক।

এবার সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছিলেন তিনি। ‘ভিউস’ অ্যালবাম ও এর গানগুলোর জন্য সেরা র‌্যাপ/হিপ-হপ শিল্পী হয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা। অ্যাপল মিউজিকে প্রথম অ্যালবাম হিসেবে ‘ভিউস’ ১০০ কোটি বার স্ট্রিম হয়েছে।

ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের প্রাক্তন সদস্য জাইন গত বছর একক ক্যারিয়ার গড়েন। তিনি পেয়েছেন সেরা নতুন শিল্পীর ট্রফি। তার ভাষ্য, ‘খুবেই উদ্দাম একটা বছর গেছে। প্রত্যাশা ছিলো না আমাকে এখনও কেউ ভোট দিতে পারে!’

গত সপ্তাহে এক দশক পর নতুন পপ/রক অ্যালবাম ‘ফিফটি সেভেন্থ অ্যান্ড নাইন্থ’ বের করা ব্রিটিশ গায়ক স্টিং নিজের জনপ্রিয় গানের মেডলি পরিবেশন করেন। সংগীত শিল্পে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক পুরস্কার।

রোববার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে মাইক্রোসফট থিয়েটারে তিন ঘণ্টার এ আয়োজনে পুরস্কার বিতরণী ছাড়াও ছিলো বিখ্যাত শিল্পীদের নাচ-গান। নিজেদের সশস্ত্র সহিংসতা বিরোধী বিতর্কিত গান ‘ব্যাং ব্যাং’-এ নতুন কয়েকটি লাইন জুড়ে দিয়ে পরিবেশন করে পাঙ্ক ব্যান্ড গ্রিন ডে। নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনা করাই ছিলো তাদের লক্ষ্য।

এ ছাড়াও গেয়েছেন লেডি গাগা, নিকি মিনাজ, র‌্যাপার কেন্ড্রিক লামার, দ্য উইকেন্ড. গায়ক জন লিজেন্ড, নিয়াল হোরান ও জেমস বে। গ্র্যামীর বিকল্প হিসেবে ১৯৭৩ সালে প্রবর্তন করা হয় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস। এর বিজয়ী নির্বাচন করা হয় অনলাইনে ভক্তদের ভোটে।

বিজয়ী তালিকা
বর্ষসেরা শিল্পী: আরিয়ানা গ্র্যান্ড
বর্ষসেরা নতুন শিল্পী: জাইন
বর্ষসেরা সম্মিলিত গান: ওয়ার্ক ফ্রম হোম (ফিফথ হারমোনি ফিচারিং টাই ডোলা সাইন)
বর্ষসেরা সংগীত সফর: ফরমেশন ওয়ার্ল্ড ট্যুর (বিয়ন্সে)
বর্ষসেরা ভিডিও: সরি (জাস্টিন বিবার)
প্রিয় গায়ক (রক/পপ): জাস্টিন বিবার
প্রিয় গায়িকা (রক/পপ): সেলেনা গোমেজ
প্রিয় ব্যান্ড (রক/পপ): টোয়েন্টি ওয়ান পাইলটস
প্রিয় অ্যালবাম (রক/পপ): পারপাস (জাস্টিন বিবার)
প্রিয় গান (রক/পপ): লাভ ইউরসেলফ (জাস্টিন বিবার)
প্রিয় গায়ক (কান্ট্রি): ব্লেক শেলটন
প্রিয় গায়িকা (কান্ট্রি): ক্যারি আন্ডারউড
প্রিয় ব্যান্ড (কান্ট্রি): ফ্লোরিডা জর্জিয়া লাইন
প্রিয় গান (কান্ট্রি): হাম্বল অ্যান্ড কাইন্ড (টিম ম্যাকগ্র)
প্রিয় শিল্পী (হিপ-হপ): ড্রেক
প্রিয় অ্যালবাম (হিপ-হপ): ভিউস (ড্রেক)
প্রিয় গান (হিপ-হপ): হটলাইন ব্লিং (ড্রেক)
প্রিয় গায়ক (রিদমঅ্যান্ডব্লুজ): ক্রিস ব্রাউন
প্রিয় গায়িকা (রিদমঅ্যান্ডব্লুজ): রিয়ান্না
প্রিয় অ্যালবাম (রিদমঅ্যান্ডব্লুজ): লেমোনেড (বিয়ন্সে)
প্রিয় গান (রিদমঅ্যান্ডব্লুজ): ওয়ার্ক (রিয়ান্না ফিচারিং ড্রেক)
প্রিয় শিল্পী (অল্টারনেটিভ রক): টোয়েন্টি ওয়ান পাইলটস
প্রিয় শিল্পী (অ্যাডাল্ট কন্টেমপরারি): অ্যাডেল
প্রিয় শিল্পী (ল্যাটিন): এনরিক ইগলেসিয়াস
প্রিয় শিল্পী (কন্টেমপরারি ইন্সপিরেশনাল): হিলসং
প্রিয় শিল্পী (ড্যান্স): দ্য চেইনস্মোকার্স
সেরা সাউন্ডট্র্যাক: পারপল রেইন

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।