ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন ১৪ জানুয়ারি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
অভিনয়শিল্পী সংঘের নির্বাচন ১৪ জানুয়ারি

দেশের টেলিভিশন অঙ্গনের অভিনয়শিল্পীদের সংগঠনের নির্বাচন আগামী বছরের ১৪ জানুয়ারি। এ উপলক্ষে তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের মাঝামাঝি।

দেশের টেলিভিশন অঙ্গনের অভিনয়শিল্পীদের সংগঠনের নির্বাচন আগামী বছরের ১৪ জানুয়ারি। এ উপলক্ষে তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের মাঝামাঝি।

নতুন সদস্য নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

অভিনয়শিল্পী সংঘ নামের সংগঠনটির সদস্য সংখ্যা এখন ৩০০। তাদের মধ্যে প্রথম সারির বেশ কয়েকজন সদস্য এ সপ্তাহে একত্র হয়েছিলেন। আড্ডায় সংগঠনকে চাঙ্গা করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ইত্যাদি নিয়ে কথা বলেছেন তারা। অভিনয়শিল্পীদের জন্য যা কিছু মঙ্গল হবে সবাই মিলে ঐকবদ্ধভাবে তা  বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে।  

এদিকে আগামী ৩০ নভেম্বর শহীদ মিনারে সমবেত হবে অভিনয়শিল্পী সংঘ। টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরাও ভারতসহ বিদেশি কলাকুশলীদের অবৈধভাবে কাজ করানো, ডাবিং করে বিদেশি সিরিয়াল প্রচার এবং ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধের জন্য দাবি জানাবেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।