ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অপি করিমের বিকল্প রুনা খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
অপি করিমের বিকল্প রুনা খান রুনা খান ও অপি করিম-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘নাম গোত্রহীন’ নাটকে  নিয়মিতভাবে অভিনয় করছেন সারা যাকের, অপি করিম, পান্থ শাহরিয়ার ও শ্রিয়া সর্বজয়া। মণিপুরি থিয়েটারের মাসব্যাপী নাট্যমেলায় শনিবার (২৬ নভেম্বর) মঞ্চায়ন হবে এটি।  তবে এ প্রদর্শনীতে বিশেষ কারণে অপির স্থলাভিষিক্ত হয়েছেন রুনা খান।

নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘নাম গোত্রহীন’ নাটকে  নিয়মিতভাবে অভিনয় করছেন সারা যাকের, অপি করিম, পান্থ শাহরিয়ার ও শ্রিয়া সর্বজয়া। মণিপুরি থিয়েটারের মাসব্যাপী নাট্যমেলায় শনিবার (২৬ নভেম্বর) মঞ্চায়ন হবে এটি।

 

তবে এ প্রদর্শনীতে বিশেষ কারণে অপি করিম অভিনয় করছেন না। তার স্থলাভিষিক্ত হিসেবে গেছেন রুনা খান। মৌলভীবাজার জেলার ঘোড়ামারা গ্রামের স্টুডিও থিয়েটার নটমণ্ডপে নাটকটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর তিনটি ছোটগল্প নিয়ে পান্ডুলিপি তৈরির পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন কলকাতার প্রখ্যাত নাট্যজন ঊষা গাঙ্গুলী।

গত বছর প্রায় এক দশক পর মঞ্চে ফিরেছেন রুনা খান। নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘দেওয়ান গাজীর কিসসা’য় দেখা গেছে তাকে। এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।