ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬

হলুদের ঢোল, শুকনো মরিচের তানপুরা!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
 হলুদের ঢোল, শুকনো মরিচের তানপুরা! ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকার বনানীস্থ আর্মি স্টেডিয়াম মাঠে একপাশের একটি স্থাপনা ভালোভাবে দেখলে চোখ আটকে যায়। হলুদ দিয়ে বানানো ঢোল আর শুকনা মরিচ দিয়ে সাজানো তানপুরা!

ঢাকার বনানীস্থ আর্মি স্টেডিয়াম মাঠে একপাশের একটি স্থাপনা ভালোভাবে দেখলে চোখ আটকে যায়। হলুদ দিয়ে বানানো ঢোল আর শুকনা মরিচ দিয়ে সাজানো তানপুরা!

মাঠে গত ২৪ নভেম্বর থেকে চলছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব।

এ উপলক্ষে মাঠের আনাচে-কানাচে সুরের আবহ। এর মধ্যে খাবারের স্টলগুলোর ঠিক সামনেই আছে ছাউনির নিচে টেবিল-চেয়ারে বসে খাবারের স্বাদ নেওয়ার ব্যবস্থা। তার পাশ ঘেষে রাখা হয়েছে এই স্থাপনা।

দর্শক-শ্রোতারা মঞ্চের সামনে রাখা আসন ছেড়ে পেটপূজা করতে এদিকে এলে হলুদের ঢোল ও শুকনো মরিচের তানপুরার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ভুল করছেন না। চলছে সেলফিও। উচ্চাঙ্গসংগীতের আসর বলেই এই দৃষ্টিনন্দন উদ্যোগ স্কয়ারের পণ্য রাঁধুনির।

বেঙ্গল ফাউন্ডেশনের এই আয়োজনের পঞ্চম ও শেষ দিনের পরিবেশনা শুরু হবে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটায়। এদিনও নিশ্চয়ই হলুদের ঢোল ও শুকনো মরিচের তানপুরাকে ঘিরে থাকবে দর্শনার্থীদের আগ্রহ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।