ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬

দেশে ৩ হাজার সিনেমা হল গড়ার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
দেশে ৩ হাজার সিনেমা হল গড়ার আহ্বান ছবি: রাজীন চৌধুরী- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে কমেছে সিনেমা হলের সংখ্যা। তাই সারাদেশে তিন হাজার প্রেক্ষাগৃহ গড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।

দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে কমেছে সিনেমা হলের সংখ্যা। তাই সারাদেশে তিন হাজার প্রেক্ষাগৃহ গড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।



রোববার (২৭ নভেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের সমাপনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

নিজের বক্তব্যে আবুল খায়ের লিটু বলেন, ‘বাংলাদেশে ৮০ হাজার গ্রাম। এর মধ্যে ২০ হাজার গ্রামে ১৫ বিঘা করে জমিতে সিনেমা হল তৈরি করলে সব মিলিয়ে সাড়ে তিন হাজার জমি বরাদ্দ দিতে হবে। স্থানীয়দের সহযোগিতায় এটা সহজেই করা সম্ভব। ’

এ ছাড়া দেশের প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত খেলার মাঠ ও সাংস্কৃতিক ক্লাব গড়ে তোলার আহ্বান জানান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান। যেখানে গান, যাত্রা, মেলা হতে পারে। তিনি বলেন, ‘দেশে একটি বড় আকারের সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে চাই আমরা। যেখানে শুধু সাংস্কৃতিক কর্মকান্ড হবে। ’

সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলায় তরুণদের জড়িয়ে পড়ার প্রেক্ষিতে আবুল খায়ের লিটু এসব পরামর্শ উপস্থাপন করেন। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে ৫৫ ঘণ্টা ধরে শুদ্ধসংগীত শোনার জন্য তরুণদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আশাব্যঞ্জক বলেও মনে করেন তিনি।  

হলি আর্টিজানসহ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ ধরে এবার বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজন নিয়ে শঙ্কা ছিলো খোদ উদ্যোক্তার মধ্যেই। তবে অর্থমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর উৎসাহে শঙ্কা কিছুটা কেটেছে। তবে ভারতের প্রথিতযশা শিল্পীদের দ্বিধা ছিলো আসবেন কি-না। তাদেরকে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেছেন, ‘বাইরে থেকে আমাদের দেশ নিয়ে যা ভাবা হয় তা আসলে না। যে দেশে ৯৭ শতাংশ মানুষ বাংলায় কথা বলে সেখানে কোনো অপশক্তি টিকে থাকতে পারে না। ’

একই সুরে অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘মৃত্যুর ভয় জীবনের পথচলাকে বাধাগ্রস্ত করতে পারে না। আমাদের সংগ্রামী অগ্রযাত্রা কোনো অপশক্তির কাছে থমকে থাকবে না। আমরা যেমন রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, তেমনি রক্ত দিয়ে এগিয়ে যাবো। ’

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।