ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তানভীর আলম সজীবের ‘মালহার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
তানভীর আলম সজীবের ‘মালহার’ তানভীর আলম সজীব (ছবি: সংগৃহীত)

শৈশব থেকে গাইছেন তানভীর আলম সজীব। আসর জমানো গান থেকে শুরু করে শাস্ত্রীয়, নজরুলসংগীত, লোকসংগীত- সবখানে অবাধ বিস্তার তার। এর মধ্যে প্রকাশিত হয়েছে কয়েকটি অ্যালবাম।

এবার আসছে সংগীতশিল্পী তানভীর আলম সজীবের পঞ্চম একক অ্যালবাম ‘মালহার’। নিভৃতচারী কবি ও আবৃত্তিকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লা আল মামুনের কবিতায় সুর ও কণ্ঠ দিয়ে এটি সাজিয়েছেন তিনি।

ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আগামী ৫ জানুয়ারি সন্ধ্যায় এ অ্যালবামের মোড়ক খুলবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা, চলচ্চিত্র ব্যক্তিত্ব কবরী, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

‘মালহার’ অ্যালবামে গান রয়েছে ১০টি। এটি বাজারে এনেছে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।