ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ওম পুরির মৃত্যুতে শোকাহত বলিউড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
ওম পুরির মৃত্যুতে শোকাহত বলিউড ওম পুরি (জন্ম: ১৮ অক্টোবর ১৯৫০, মৃত্যু: ৬ জানুয়ারি ২০১৭)

হিন্দি মূলধারার ছবির পাশাপাশি ব্রিটিশ, পাকিস্তানি ও হলিউডের ছবিতে কাজ করা খুব কম অভিনেতাদের একজন ছিলেন ওম পুরি।

ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী আর ব্রিটেনের রানীর দেওয়া ওবিই সম্মান পেয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।

ওম পুরি জীবদ্দশায় স্মরণীয় কিছু চরিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন স্পষ্টবাদী। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে নিজের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরবিদায় নিয়েছেন গুণী মানুষটি। তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

শেষ দিনগুলোতে ওম পুরির পাশে ছিলেন তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া স্ত্রী নন্দিতা পুরি ও পুত্র ইশান পুরি। মৃত্যুর খবরটি টুইটারে নিশ্চিত করেন ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র নির্মাতা অশোক পন্ডিত। তিনি লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা ওম পুরিজি আর নেই শুনে মনটা বেদনাহত আর বিমর্ষ হয়ে গেলো। ’

ওম পুরি (জন্ম: ১৮ অক্টোবর ১৯৫০, মৃত্যু: ৬ জানুয়ারি ২০১৭)। ওম পুরির মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। খবরটি জানার পরপরই ভারতীয় অভিনয়শিল্পী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে শোক জানিয়েছেন। অনেকে তার ছবিও শেয়ার করেছেন।  

অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না আমাদের দারুণ অভিনেতাদের মধ্যে অন্যতম ওম পুরি আর নেই। আমি গভীর শোকাহত। তাকে ৪৩ বছর ধরে জানতাম। আমার কাছে তিনি ছিলেন চমৎকার একজন অভিনেতা, দয়াবান ও মহৎ মানুষ। বিশ্ব তাকে এসব গুণেই স্মরণ করবে। ’

অভিনেতা বোমান ইরানি লিখেছেন, ‘আমাদের মধ্যকার চমৎকার একজনকে হারালাম। সহজাত অভিনয়, সোচ্চার কণ্ঠস্বর ও উদ্দীপনা ছড়ানোর জন্য পুরি সাহেবকে মনে পড়বে আমাদের। ’

নির্মাতা মহেশ ভাট লিখেছেন, ‘বিদায় ওম! তোমার সঙ্গে আমার একটি অংশও চলে গেলো। চলচ্চিত্র ও জীবন নিয়ে আড্ডা দেওয়ার সেই আবেগী রাতের কথা ভুলবো কেমন করে?’

ওম পুরি (জন্ম: ১৮ অক্টোবর ১৯৫০, মৃত্যু: ৬ জানুয়ারি ২০১৭)। নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘ওম পুরি ছিলেন সর্বজনস্বীকৃত অভিনেতা। তার চলচ্চিত্রের তালিকাটা বেশ সমৃদ্ধ। মানুষটির দক্ষতা ছিলো বিশাল। চলচ্চিত্র সত্যিকারের একজন উজ্জ্বল শিল্পীকে হারালো। ’

নির্মাতা সুজিত সরকার লিখেছেন, ‘ওম পুরির সঙ্গে আড্ডার মুহূর্তগুলো আমার জীবনকে সমৃদ্ধ করেছে। তিনি এমন একজন চমৎকার শিল্পী ছিলেন যাকে নিয়ে আমরা গর্ব করতাম। ’

পরিচালক মধুর ভান্ডারকর বলেন, ‘অত্যন্ত প্রতিভাবান অভিনেতা ওম পুরির চলে যাওয়ার খবর জেনে ধাক্কা খেলাম। আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এটা বিরাট ক্ষতি। ’

অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ‘ওম পুরিজি আর নেই শুনে ভাষা হারিয়ে ফেলার মতো ধাক্কা খেয়েছি। তার শুন্যতা সবসময় অনুভব করবো। ’ অভিনেতা রাজকুমার রাও লিখেছেন, ‘সর্বকালে সেরা বৈচিত্রময় ও প্রতিভাবান অভিনেতাদের মধ্যে ওম পুরি ছিলেন অন্যতম। অভিনয় ও জীবন নিয়ে তার সঙ্গে চমৎকার আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিলো আমার। ’

ওম পুরির আত্মার শান্তি কামনা করেছেন অভিনেতা ঋষি কাপুর ও নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। তাদের মতে, শিল্পী কখনও মৃত্যু হয় না।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।