কিন্তু স্যুটকেস খোলার অনুমতি নেই। কারণ আদিলের শ্বশুরের নির্দেশ ৩০ দিন না গেলে স্যুটকেস খোলা যাবে না।
গল্পটি ‘আদিলের স্যুটকেস’ নাটকের। এতে আদিল চরিত্রে আনিসুর রহমান মিলন এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সুমাইয়া শিমু। গত ১৩ ও ১৪ জানুয়ারি পুবাইলের বিভিন্ন জায়গায় এর চিত্রায়ন হয়।
নাটকটি পরিচালনা করেছেন আরআইপি বিল্লাহ। তিনি বলেন, ‘হাস্যরসের মোড়কে এখানে সর্বস্তরের মানুষের মূল্যবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অতি লোভে তাতি নষ্ট বক্তব্যটি তুলে ধরতে চেয়েছি আমরা। ’
‘আদিলের স্যুটকেস’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী শিলা, নুরে আলম নয়ন, ইমন, জাফিয়া হক। আগামী ২৬ জানুয়ারি আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত নাটকটি।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
জেএইচ