গানকবি ব্যান্ডের সদস্যরা
গানকবি ব্যান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘বাংলা গানের উৎসব’। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সুইমিং পুলের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ উৎসব। এতে দলটি কয়েকটি মৌলিক গানসহ প্রায় ২০টি গান পরিবেশন করবে।
বাংলা লোকজ গানের স্বপ্নসারথী হিসেবে গানকবির যাত্রা শুরু ২০১৬ সালের ১৭ জানুয়ারি। এই দলের পাঁচ তরুণ হলেন সাহস মোস্তাফিজ, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক ও আবির।
তাদের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত গানকবি এক বছরে প্রায় অর্ধশত মঞ্চ ও রেডিও-টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছে।
গানকবির অন্যতম সদস্য সাহস মোস্তাফিজ বলেন, ‘গান ও কথার মিশেলে বাংলা গান শোনার জন্য শ্রোতাদের আহ্বান জানাই আমরা। দেশি-বিদেশি বিভিন্ন যন্ত্রাণুষঙ্গের ব্যবহার গানকবিকে স্বতন্ত্র করেছে। আগামীতেও শ্রোতাদের ভালোবাসা নিয়ে বাংলা গানের চর্চা ধরে রাখতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জেএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।