সৈয়দ শামসুল হক
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তিনটি অমর রচনা হলো- কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’ ও ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’। এরই মধে কাব্যনাট্য দুটি পৃথকভাবে মঞ্চরূপ পেয়েছে। এবার তিনটি রচনা নিয়ে তৈরি হলো একটি নাটক। এর নাম ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’।
জানা যায়, সৈয়দ হকের তিনটি সৃষ্টিকর্মের সংশ্লেষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনছে নতুন এই পরিবেশনা। ১৮-২০ জানুয়ারি পর্যন্ত ৩দিনব্যাপী নাটমণ্ডল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করবে বিভাগের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।
নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুল কবির।
নির্দেশক জানান, নাটকটির আখ্যান সংযোজনায় আছেন শাহমান মৈশান, অভিনয়ে ড.ইসরাফিল শাহীন ও সাইদুর রহমান লিপন, মঞ্চ-আলোক ও দ্রব্যসম্ভার পরিকল্পনায় আশিক রহমান লিয়ন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।