বিক্ষোভকারীদের সমর্থন জানাতে শুক্রবার (২০ জানুয়ারি) উপবাস করছেন বলে ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সুরস্রষ্টা এ আর রাহমান। দক্ষিণ ভারতীয় শিল্পী সমিতি নাদিগার সঙ্গমের সদস্যদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার টুইটারে এ আর রাহমান লিখেছেন, ‘তামিলনাড়ুর ঐক্যকে সমর্থন জানাতে আগামীকাল উপবাস করবো। ’ জানা গেছে, শুক্রবার সন্ধ্যার আগে দানাপানিও ছুঁয়ে দেখবেন না তিনি।
তামিলনাড়ু চলচ্চিত্র শিল্পের অনেক শিল্পী উপবাসে অংশ নিতে যাচ্ছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। রজনীকান্ত ও কমল হাসানের মতো দক্ষিণী ছবির তারকারাও জাল্লিকাট্টু নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলেছেন।
২০১৪ সালের মে মাসে জাল্লিকাট্টু খেলাটি নিষিদ্ধ করেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, কোনো ধরনের খেলায় ষাঁড়কে প্রতিযোগী হিসেবে ব্যবহার করা যাবে না।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
জেএইচ