অগাস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস নামের ট্রেনটিতে ‘রায়ীস’-এর প্রযোজক রিতেশ সিধওয়ানি, পরিচালক রাহুল ধোলাকিয়াসহ ছবিটির ইউনিটও থাকবে। ট্রেনে প্রচারণার অন্যতম কারণ ছবিটিতে শাহরুখের চরিত্রটির সঙ্গে এর সম্পৃক্ততা আছে।
জানা গেছে, ২৪ জানুয়ারি সকাল দশটা ৫৫ মিনিটে দিল্লির হযরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর পথে আন্ধেরি, বোরিভালি, ভাপি, ওয়ালসাদ, সুরত, বারুচ, বারোদা, ভাদোদারা, রাতলাম, কোটা, সাবাই মধুপুর ও মাথুরায় যাত্রাবিরতি করবে ট্রেনটি।
‘রায়ীস’ মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। মদ ব্যবসায়ী রায়ীসের ব্যবসায় সবচেয়ে বড় হুমকি এক পুলিশ কর্মকর্তা। এ চরিত্রে আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের বলিউডে অভিষেক হচ্ছে এ ছবির মাধ্যমে।
এদিকে ২০১৭ সালে বলিউডে শাহরুখের ২৫ বছর পূর্তি হলো। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় তার অভিষেক হয়। এর সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত পুরস্কার পান তিনি।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
জেএইচ