আমেরিকা থেকে আসছেন লুরি বেলের শিকাগো ব্লুজ ব্যান্ড এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরায়েলি সংগীতশিল্পী ওজ নয় ও তার দল। উৎসবে আমেরিকার কিংবদন্তি প্রয়াত জ্যাজ শিল্পী মাইলস ডেভিসের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে সুরে সুরে।
ফ্রান্স থেকে আসবে ফরাসি সংগীত দল ম্যালটেড মিল্ক। এ ছাড়া ইংল্যান্ডের গ্যারি হাজব্যান্ড, ডেনমার্কের জ্যাকব ডিনেসেন এবং ভারতের শিলংয়ের ব্লুজ রক ব্যান্ড সৌলমেট ও দীপক অ্যান্ড ফ্রেন্ডস আসবে। থাকবে আন্তর্জাতিক সংগীতশিল্পীদের নিয়ে ভারতের রঞ্জিত বারোতের পরিবেশনা, এর শিরোনাম ‘স্ল্যাং’। বাংলাদেশ থেকে সংগীত পরিবেশনায় অংশ নেবেন আরমীন মুসা।
উৎসবের আয়োজক ব্লুজ কমিউনিকেশনস জানিয়েছে, এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে বিশাল খায়েরের স্মৃতির উদ্দেশে। দর্শক-শ্রোতাদেরকে প্রতিদিনের আলাদা টিকেটের জন্য ১৯৫৫ আর তিন দিনের সম্মিলিত টিকেটের জন্য ৪৯৪৫ টাকা গুনতে হবে।
টিকেট পাওয়া যাবে লক্ষ্মৌ (বনানী), তাবাক (যমুনা ফিউচার পার্ক), বিস্ত্র-ই (গুলশান-২), সিলান্ট্রো (ধানমন্ডি) ও ক্যাফে মেমোরিতে (উত্তরা)। এ ছাড়া অনলাইনে যেতে চাও ডটকম ও টিকেট চাই ডটকম থেকেও কেনা যাবে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেএইচ