রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটোরিয়াসে উৎসব শুরু হয় সকাল ১১টায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে উৎসবের প্রথম পর্যায়ে ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
শান্তি, সৌহার্য্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন পরিচালকরা ছবিগুলো তৈরি করেছেন।
প্রথম পর্যায়ের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মিলান প্যাগন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো’র প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসও