ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে দেশীয় চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক উৎসবে জানুয়ারি মাসে জমা পড়া ছবিগুলো থেকে জুরি সদস্যরা বাছাই করেছেন তিনটি করে স্বল্পদৈর্ঘ্য কাহিনি ও প্রামাণ্য চলচ্চিত্র।
বিকেল চারটায় থাকছে নওরীন আফরিন ওশিনের স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘অগোচর’।
সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্প বা চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক মতবিনিময়মূলক বক্তৃতার চতুর্থ আয়োজন ‘সিনেমা ফাইভ আলাপ’। এবারের বিষয় ‘শিল্পের স্বাধীনতা, শিল্পীর সতর্কতা’। এর অতিথি বক্তা শিল্পী সব্যসাচী হাজরা।
আলাপ শেষে সন্ধ্যা সাতটায় থাকবে অতনু পাটোয়ারী নির্মিত মুক্তদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘অর্থ উপাখ্যান’, তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ও প্রদীপ ঘোষের প্রামাণ্য চলচ্চিত্র ‘গড়াই’।
উৎসব পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন জানান, উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী ও ‘সিনেমা ফাইভ আলাপ’ সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ